বাংলা

আরশান গ্রামাঞ্চলের শিল্পকলা ও পর্যটনশিল্প

CMGPublished: 2023-11-20 15:35:43
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

যদিও পরিবেশ শিল্পকর্মের ডিজাইনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে, তবে শিক্ষক ও শিক্ষার্থীদের ডিজাইন কাজ যেন পরিবেশের ক্ষতি করতে না পারে, সেদিকেও খেয়াল রাখা হয়েছে। তাই এ শিল্পকর্মে ব্যবহৃত কাঠগুলো ছোট ট্রলি দিয়ে পাহাড়ের উপরে পরিবহন করা হয়েছে। গ্রামবাসীরা এ পরিবহন কাজে অনেক সাহায্য করেছেন। আরেকটি কঠিন সমস্যার সমাধান করতে হয় শিক্ষার্থী খোং-কে। কিভাবে কাঠগুলোকে সমুদ্রের ঢেউয়ের আকৃতিতে কাটা যাবে? তিনি বিভিন্ন কাঠের টুকরোকে ৪০ সেন্টিমিটার, ৬০ সেন্টিমিটার ও ৯০ সেন্টিমিটার আকারে কেটে নেন এবং ধীরে ধীরে সমুদ্রের ঢেউের আকৃতি ফুটিয়ে তুলতে সক্ষম হন।

ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লি লে ছেং ‘আগের বছরের চেয়ে টাকা বেশি’ শীর্ষক শিল্পকর্ম গ্রামবাসীদের সাথে ডিজাইন করেন। চীনা ভাষায় ‘অতিরিক্ত টাকা’ টার্মটির উচ্চারণ আর ‘মাছ’ শব্দের উচ্চারণ একই। তখন গ্রামবাসীদের কাছ থেকে জানতে পারেন যে, সিখৌ গ্রামের কাছে নদীতে চেলুও নামের এক ধরনের মাছ পাওয়া যায়। প্রতি বছর যখন মাছ ডিম থেকে বাচ্চা ফোটায়, তখন শীতকালে সেগুলো রাশিয়ায় সাঁতরে চলে যায় এবং বসন্তকালে আবার চীনের পানিতে ফিরে আসে। এ তথ্য জেনে শিল্পীরা মনে করেন, এ মাছের যাত্রা স্থানীয় পরিবেশ সংরক্ষণের প্রতিফলন। তাই এ শিল্পকর্ম ডিজাইনের মাধ্যমে সিখৌ গ্রামের গ্রামবাসীদের জন্য শুভকামনা জানান তিনি। এ শিল্পকর্মে মোট ৬২৮টি মাছের আকৃতি রয়েছে, যা গ্রামের ৬২৮টি পরিবারের সুখী জীবনের প্রতীক।

চলতি বছর সিখৌ গ্রাম, ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় গ্রামের পুনরুজ্জীবনের লক্ষ্যমাত্রা বাস্তবায়ন করতে চায়। বর্তমানে সিখৌ গ্রামের মাথাপিছু বার্ষিক আয় ৮০০০ ইউয়ানে দাঁড়িয়েছে। গ্রামবাসীরা সয়াবিন ও ভুট্টাসহ বিভিন্ন কৃষিজাত দ্রব্য চাষাবাদ করে; গরু, ছাগল ও মুরগী লালনপালন করে। তা ছাড়া, আরও অনেকে পর্যটনশিল্পে কাজ করেন।

首页上一页123456全文 6 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn