বাংলা

আরশান গ্রামাঞ্চলের শিল্পকলা ও পর্যটনশিল্প

CMGPublished: 2023-11-20 15:35:43
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সাম্প্রতিক বছরগুলোতে, চীনের গ্রামীণ পুনরুজ্জীন উদ্যোগের কাঠামোতে, অনেক বিশ্ববিদ্যালয়ের শিল্পকলা বিভাগের শিক্ষক ও ছাত্রছাত্রী গ্রামাঞ্চলকে সুন্দর করায় বিভিন্ন প্রকল্প হাতে নেন। এসব প্রকল্পের আওতায় চীনের বিভিন্ন গ্রামে, পর্যটন ও সংস্কৃতি উন্নয়নে, নিজস্ব বৈশিষ্ট্য অনুসারে, উপযুক্ত শিল্পকলা সৃষ্টি করা হয়। আজকের আসরে আমরা চীনের ইনার মঙ্গোলিয়ার আরশান গ্রামের পরিবর্তন ও শিল্পকলা নিয়ে কথা বলব।

সম্প্রতি চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের প্রাকৃতিক সম্পদ উন্নয়ন বিভাগ এবং ইনার মঙ্গোলিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চলের সংস্কৃতি ও পর্যটন বিভাগের যৌথ উদ্যোগে, আরশান অঞ্চলের সিখৌ গ্রামে শিল্প উত্সব আয়োজিত হয়। আরশান গ্রামাঞ্চলের শিল্প উত্সব স্থানীয় অঞ্চলের প্রথম গ্রামীণ পর্যটনশিল্প উন্নয়ন কার্যক্রম। এতে চীনের ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের শিল্পকলা একাডেমিসহ ১০টি শিল্প কলেজ ও ডিজাইন সংস্থা, ২৫টি শিল্পী কর্মদল, শিক্ষক ও শিক্ষার্থী, এবং স্থানীয় হস্তকর্মশিল্পীরা অংশ নেন। ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের শিল্পকলা একাডেমির ভাষ্কর্য বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী খোং ফান তি তাদের মধ্যে একজন। সংবাদদাতাদের তিনি বলেন, “দীর্ঘকাল সিখৌ গ্রামে বসবাস করছি। এখন গ্রামের একজন সদস্যে পরিণত হয়েছি আমি।”

২০১৯ সালের শুরুতে সিখৌ গ্রাম দারিদ্র্যমুক্ত হয়। তখন থেকে গ্রামীণ পুনরুজ্জীবনের নতুন পথে যাত্রা শুরু করে গ্রামটি। ২০২২ সাল থেকে ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের শিল্পকলা একাডেমি এবং সিখৌ গ্রামের সহযোগিতা শুরু হয়। আরশান গ্রামাঞ্চলের শিল্পকলা উত্সবের নির্বাহী ডিজাইনার ওয়েন পো মনে করেন, সিখৌ গ্রামের প্রাকৃতিক পরিবেশ ও পর্যটনসম্পদ চমত্কার, তবে স্থানীয় সাংস্কৃতিক বৈশিষ্ট্য আরও উন্নত করে স্থানীয় সাংস্কৃতিক শিল্পকে আরও জনপ্রিয় করা সম্ভব।

1234...全文 6 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn