বাংলা

চীনের ডেলিভারিম্যানের শহরে উচ্চশিক্ষা গ্রহণের গল্প

CMGPublished: 2022-05-16 15:58:17
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চিয়াংসি চীনা মেডিসিন বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যিক চীনা ওষুধ বিভাগের শিক্ষার্থী হু ইয়ু রং শাংহাইয়ের একটি কোম্পানির অফার পেয়েছে। নিজের কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে হু বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসংস্থানে অনেক সহায়তা দিয়েছে। মহামারীর কারণে বাজারে কাজের চাহিদা কিছুটা কমে গেছে। তাই কেবল নিজেদের পক্ষে সেরা চাকরি খুঁজে পাওয়া কঠিন ব্যাপার। আমাদের বিশ্ববিদ্যালয় নির্দিষ্ট কয়েকটি শিল্পপ্রতিষ্ঠানের সাথে যোগাযোগ বজায় রাখে এবং এভাবে শিক্ষার্থীদের জন্য উপযোগী শিল্পপ্রতিষ্ঠানে সুপারিশ পাঠায়।

চিয়াংসি চীনা মেডিসিন বিশ্ববিদ্যালয়ের কর্মসংস্থান বিভাগের শিক্ষক ছাও সেন বলেন, এপ্রিল মাস থেকে ২২৮টি কোম্পানির সাথে যোগাযোগ করেছে বিশ্ববিদ্যালয়। বিভিন্ন কর্মসংস্থানের চাহিদা বিবেচনা করে, উপযোগী শিক্ষার্থীদের নাম সুপারিশ করেছে এবং এভাবে মোট ৪২০০টিরও বেশি কর্মসংস্থানের সুযোগ খুঁজে পেয়েছে। তা ছাড়া, সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানের সাথে অনলাইন মিটিংও আয়োজন করে বিশ্ববিদ্যালয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা শিল্পপ্রতিষ্ঠানের তথ্য ও পরিচয় সম্পর্কে জানতে পারে এবং নিজেদের সিভি জমা দিতে পারে। এভাবে আরো ১৮০ জনেরও বেশি শিক্ষার্থী উপযুক্ত কোম্পানিতে চাকরি পেয়েছে।

চলতি বছর কোম্পানির লাইভ অনুষ্ঠানে চাকরির তথ্য তুলে ধরা একটি নতুন পদ্ধতি। শিক্ষার্থীরা তখন সোশ্যাল মিডিয়া এপিপি থেকে সংশ্লিষ্ট কোম্পানির লাইভ অনুষ্ঠানে যোগ দিতে পারে, কোম্পানির মানবসম্পদ বিভাগের কর্মীরাও কোম্পানির তথ্য তুলে ধরার সাথে সাথে তাদের চাহিদা তুলে ধরেন। যদি শিক্ষার্থীদের কোনো প্রশ্ন থাকে, তাও অনলাইনে জবাব দেওয়া যায়। ১৪০ জনেরও বেশি শিক্ষার্থী অনলাইনে লাইভ অনুষ্ঠানে যোগ দেয় এবং অবশেষে ৮ জন চাকরি পায়।

এভাবে প্রতিবছরে বিশ্ববিদ্যালয়ের স্নাতক শিক্ষার্থীদের জন্য ৫০ হাজারেরও বেশি কর্মসংস্থানের সুযোগ দেওয়া হয়। দেখা যায়, এভাবে মেধাবী শিক্ষার্থীরা মাথাপিছু গড়ে ১৪টির বেশি সুযোগ পায়, যা থেকে তারা নিজেদের পছন্দের কাজ বাছাই করতে পারে সহজেই।

首页上一页...23456全文 6 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn