বাংলা

চীনের ডেলিভারিম্যানের শহরে উচ্চশিক্ষা গ্রহণের গল্প

CMGPublished: 2022-05-16 15:58:17
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

শিক্ষার্থীদের কর্মসংস্থানের ব্যাপারে সঠিক দৃষ্টিভঙ্গি থাকা প্রয়োজন বলে মনে করেন কর্মসংস্থান বিভাগের শিক্ষকরা। কারণ, মহামারীর প্রাদুর্ভাব কখন শেষ হবে, কেউ বলতে পারে না। তাই শিক্ষার্থীদের মধ্যে সঠিক কর্মসংস্থান চেতনা গড়ে তোলা অতি জরুরি। এ জন্য শুধু বড় শহর বা সেরা শিল্পপ্রতিষ্ঠানের ওপর নজর রাখলে চলবে না,বরং নিজের প্রাধান্যের সাথে খাপ খাওয়ানো কাজ বা পদ্ধতি খুঁজে পেতে চেষ্টা করতে হবে। এক্ষেত্রে চিন্তাভাবনা ও চাহিদা নমনীয় থাকলে কাজ খুঁজে পাওয়া সহজতর হবে।

সুপ্রিয় বন্ধুরা, সময় দ্রুত চলে যায়, আজকের বিদ্যাবার্তা এখানে শেষ হয়ে এলো। আমাদের অনুষ্ঠান যারা মিস করেছেন, তারা আমাদের ওয়েবসাইটে তা শুনতে পারেন। ওয়েবসাইট ঠিকানা ww.bengali.cri.cn, ফেসবুকে CRIbangla মাধ্যমে চীন ও বিশ্ব সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারেন। তাহলে এবার বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, আগামী সপ্তাহে আবার কথা হবে,যাই চিয়ান।

首页上一页...3456 6

Share this story on

Messenger Pinterest LinkedIn