বাংলা

আকাশ ছুঁতে চাই ৪১

CMGPublished: 2023-10-26 18:50:14
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

দক্ষিণ পশ্চিম চীনের কুইচোও প্রদেশ। এখানে ছিয়ানতোংনান মিয়াও এবং তোং স্বায়ত্তশাসিত এলাকা। শিবিং কাউন্টির সিয়াওহ্য গ্রাম। এই গ্রামের মেয়ে লং লুইং । তিনি খুব ছোট বয়সে মায়ের কাছ থেকে মিয়াও এমব্রয়ডারি শেখেন। তার মা শিখেছিলেন নিজের মায়ের কাছ থেকে। এভাবেই প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত হয়েছে এই শিল্প।

এই সূচিকর্ম হলো মিয়াও জাতির নারীদের এক বিশেষ ঐতিহ্য। মিয়াও এমব্রয়ডারির নকশার ভিতরে অনেক লোককাহিনী, তাদের জাতির ইতিহাস, নারীদের অনেক সুখ দুঃখের কথা, বিভিন্ন লোকজ মোটিফ ফুটিয়ে তোলা হয়।

লু লুইং প্রাদেশিক পর্যায়ে একজন ইনহেরিটর বা মিয়াও এমব্রয়ডারির সাংস্কৃতিক উত্তরাধিকার। তিনি শেনচেন শহরে চাকরি করতেন। এরপর সিদ্ধান্ত নেন নিজের প্রতিষ্ঠান গড়ার। ফিরে আসেন হোমটাউনে।

首页上一页...23456全文 6 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn