আকাশ ছুঁতে চাই ৪১
তার ছাত্রছাত্রী ও সহকর্মীরা তাকে খুব ভালোবাসেন। তিনি নিজের জীবনসঙ্গীও খুঁজে পেয়েছেন চীনে। তিনি একজন চীনা যুবককে বিয়ে করেছেন।
কিতি জানান, তিনি চীনে অত্যন্ত নিরাপদ বলে অনুভব করেন। চীনকে তিনি ভালোবাসেন। এখানকার মানুষের সঙ্গে তার বন্ধুত্ব হয়েছে। তিনি চীনেই নিজের জীবন গড়ে তুলেছেন।
সুই সুতায় সাফল্যের গল্প
মিয়াও জাতির নারীদের নিজস্ব সম্পদ তাদের এমব্রয়ডারি শিল্প। এই শিল্পের একজন ধারক বা ইনহেরিটর লং লুইং। তিনি কাপড়ের উপর সুইয়ের কলম আর সুতার কালিতে লিখেছেন তার সাফল্যের গল্প।
লং লুইং মিয়াও জাতির মেয়ে। তিনি মিয়াও এমব্রয়ডারির একজন ইনহেরিটর। এই ঐতিহ্যবাহী কারুশিল্পকে ব্যবহার করে তিনি নিজে যেমন স্বাবলম্বী হয়েছেন তেমনি অসংখ্য নারীকে স্বাবলম্বী করে গড়ে তুলেছেন।