বাংলা

আকাশ ছুঁতে চাই ৪১

CMGPublished: 2023-10-26 18:50:14
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

লুও কাচের উপর অসামান্য দক্ষতায় বিভিন্ন লোকজ নকশা, লিচু গাছ, ফুল, রূপকথার দৃশ্য ইত্যাদি আাঁকেন।

লুও মিনসিনের স্বামী লু চিচিয়া। তিনিও লণ্ঠনশিল্পী। তিনি তৈরি করেন লণ্ঠনের কাঠামো বা ফ্রেম।

লু চিচিয়া বলেন, ‘আমি বিশ বছর ধরে এই কাজ করছি। এটা খুব জটিল কাজ নয়। কিন্তু ধৈর্য লাগে। কারখানার ভিতরে ধুলো, এলোমেলো, শব্দ, ভারি কাজ রয়েছে। অনেক তরুণ এটাকে ক্লান্তিকর কাজ বলে মনে করেন। তারা এটা পছন্দ করেন না।’

লুও মিনসিনের কাজে অবশ্য দরকার একাগ্রতা। তিনি নিরিবিলিতে ছবি এঁকে চলেন। তিনি গ্লাস পেইন্টিংয়ে একজন বিশেষজ্ঞ। তার আঁকায় ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন হয়েছে। অনেক অ্যানিমেশন চরিত্রও ফুটে উঠেছে তার ছবিতে।

অন্যদিকে লু চিচিয়া কাঠের কাজে দক্ষ। তিনি রেডউড, গোলাপকাঠ ও আরও নানা রকম কাঠ ব্যবহার করে লণ্ঠন তৈরি করেন।

首页上一页12345...全文 6 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn