আকাশ ছুঁতে চাই ৪১
২০০৬ সালে তিনি নিজস্ব এমব্রয়ডারির কারখানা খোলেন। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি। ১৭ বছর ধরে তিনি নিজের কারখানায় মিয়াও এমব্রয়ডারিযুক্ত পোশাক, বেডকভার, ব্যাগ, জুতাসহ বিভিন্ন সামগ্রী তৈরি করছেন। পাশাপাশি গ্রামের নারীদের বিনামূল্যে প্রশিক্ষণও দিচ্ছেন। গ্রামের একহাজারের বেশি নারীর জন্য তৈরি করেছেন চাকরির সুযোগ।
তার কাছে সুঁই হচ্ছে কলম আর সুতা হচ্ছে কালি। এর মাধ্যমে তিনি ফুটিয়ে তোলেন ফুল, মাছ, পাখি প্রজাপতি ও আরও কত নকশা।
এই সুই সুতায় লং লুই শুধু নিজের সাফল্যের গল্পই তৈরি করেননি, পাশাপাশি তার গ্রামের নারীদের দারিদ্র্য বিমোচনেও অবদান রেখেছেন। তিনি চীনের গ্রামপুনর্জীবনের ক্ষেত্রে অবদান রেখে চলেছেন।
প্রতিবেদন: শান্তা মারিয়া
সম্পাদনা: রহমান
সুপ্রিয় শ্রোতা আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌছে গেছি আমরা।
অনুষ্ঠানটি কেমন লাগছে সে বিষয়ে জানাতে পারেন আমাদের কাছে। আপনাদের যে কোন পরামর্শ, মতামত সাদরে গৃহীত হবে। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি শান্তা মারিয়া। আবার কথা হবে আগামি সপ্তাহে। ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়েন।
সার্বিক সম্পাদনা : ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী
লেখা, গ্রন্থনা ও উপস্থাপনা: শান্তা মারিয়া
কণ্ঠ: শান্তা মারিয়া, আফরিন মিম, শুভ আনোয়ার
অডিও সম্পাদনা: রফিক বিপুল