আকাশ ছুঁতে চাই ৪১
তরুণ প্রজন্মকে এই শিল্পে আকৃষ্ট করার জন্য এই শিল্পী দম্পতি স্কুল ও জাদুঘরে আয়োজিত কারুশিল্পের বিভিন্ন ওয়ার্কশপেও প্রশিক্ষণ দেন।
আজকাল ঐতিহ্যবাহী চায়নিজ স্টাইলে ঘর সাজানোর ফ্যাশন হওয়ায় ক্যান্টোনিজ প্রাসাদ লণ্ঠনের চাহিদা অনেক বেড়েছে।
লুও মিনসিন বলেন, ‘ আলো খুব সুন্দর। সারাদিনের কাজের পর ক্লান্ত হয়ে ঘরে ঢুকে আমরার প্রথমেই আলো জ্বালাই। আমার কাছে এটা পরিবারের একসঙ্গে থাকা ও উষ্ণতা বোঝায়। এটা উজ্জ্বল ভবিষ্যতের অর্থও বহন করে।’
ক্যান্টনিজ স্টাইলের এই প্রাসাদলণ্ঠনগুলো ঘরকে উজ্জ্বল করে তোলে ঐতিহ্যের আলোয়। আর ঐতিহ্যের এই আলো জ্বালাচ্ছেন শিল্পী নারী লুও মিনসিন।
চীনের জন্য ভালোবাসা
চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের পর থেকে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে চীনের যোগাযোগ অনেক বৃদ্ধি পেয়েছে। বিদেশিরা চীনে আসছেন। তাদের মধ্যে অনেকেই চীনদেশকে ভালোবেসে ফেলেছেন। এমনি একজন বিদেশি নারী কিতি তিপ্পাওয়ান।
চীন দেশকে ভালোবাসেন থাইল্যান্ডের নারী কিতি তিপ্পাওয়ান। তিনি চীনে রয়েছেন বেশ অনেক বছর ধরে। কিতি তিপ্পাওয়ান একজন শিক্ষিকা। তিনি ইয়ুননান মিনজু বিশ্ববিদ্যালয়ে থাই ভাষার শিক্ষিকা হিসেবে কাজ করছেন বেশ কয়েক বছর ধরে।
কিতির জন্ম থাইল্যান্ডের লামফুনে। ২০১৪ সালে তিনি চীনের ইয়ুননান প্রদেশের রাজধানী কুনমিংয়ে আসেন। সেখানে ইয়ুননান মিনজু বিশ্ববিদ্যালয়ে চীনাভাষা শিক্ষা করেন। ২০১৫ সালে তিনি উচ্চতর শিক্ষার জন্য চীন সরকারের বৃত্তি পান। ২০১৯ সালে এই বিশ্ববিদ্যালয়ের স্কুল অব সাউথ এশিয়ান অ্যান্ড সাউথইস্ট এশিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার বিভাগে থাইভাষার শিক্ষক পদে যোগ দেন।