আকাশ ছুঁতে চাই ৩৫
ফলে মিয়াও নারীরা এর বাণিজ্যিক উৎপাদনে সাফল্য পাচ্ছেন। তারা নিজেদের বাড়তি রোজগারের পথ খুঁজে নিয়েছেন এই কারুশিল্প থেকে। এরফলে চাঙা হচ্ছে এই গ্রামের অর্থনীতি।
এআই জগতে বিশ্বসেরা ১০০ জনের তালিকায় বাংলাদেশি বংশোদ্ভূত রুম্মান
প্রযুক্তির উন্নয়নে দ্রুত বদলে যাচ্ছে বিশ্ব। দিন যত সামনের দিকে এগুচ্ছে প্রযুক্তিগত ধ্যান ধারণা প্রতিনিয়ত পরিবর্তিত ও বিকশিত হচ্ছে। আর এ পরিবর্তনের হাওয়ায় বেশি ভেসে বেড়াচ্ছে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা। আর প্রযুক্তির এ ক্ষেত্রে অবদানের জন্য বিশ্বসেরা ১০০ জনের তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত নারী ড. রুম্মান চৌধুরী। এই তালিকার নাম ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী ম্যাগাজিন টাইম।
তিনি একজন ডেটা সায়েন্টিস্ট ও সোশ্যাল সায়েন্টিস্ট এবং অ্যালগরিদমিক নৈতিকতার ক্ষেত্রে কাজ করছেন তিনি।এই বাংলাদেশি আমেরিকান তার লিংকডইন বায়োতে লিখেছেন, ‘গত ছয় বছর ধরে আমি নৈতিক, ব্যাখ্যাযোগ্য এবং স্বচ্ছ এআই-এর জন্য অত্যাধুনিক সামাজিক-প্রযুক্তিগত সমাধান তৈরির কাজ করছি।
ড. রুম্মান চৌধুরী হিউম্যান ইন্টেলিজেন্স-এর সহ-প্রতিষ্ঠাতা এবং বর্তমানে সেখানে সিইও হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারের মেটা বা এমইটিএ (এমএল এথিকস, ট্রান্সপারেন্সি, অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি) দলের পরিচালক ছিলেন।মূলত সোশ্যাল মিডিয়ার এই প্ল্যাটফর্মে অ্যালগরিদমিক ক্ষতিগুলো চিহ্নিত ও প্রশমিত করতে ফলিত গবেষক এবং প্রকৌশলীদের একটি দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।
রুম্মান চৌধুরী ১৯৮০ সালে নিউইয়র্কের রকল্যান্ড কাউন্টিতে জন্মগ্রহণ করেন। ২০০৬ সালে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে এমএস এবং ২০১৪ সালে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া থেকে পিএইচডি সম্পন্ন করেন তিনি। বাংলাদেশি-আমেরিকান এই নারী গত এক দশকেরও বেশি সময় ধরে কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কাজ করছেন।
টাইম ম্যাগাজিন বলছে, চলতি বছরের আগস্টের শুরুতে রুম্মান লাস ভেগাসে একটি ইভেন্টের সহ-সংগঠক হিসেবে কাজ করেছিলেন। ওই ইভেন্টে প্রায় চার হাজার হ্যাকার গুগলের ওপেনএআই এবং অ্যানথ্রোপিক থেকে চ্যাটবটগুলো ভাঙতে জড়ো হয়েছিল।
এছাড়া টাইম ম্যাগাজিনের কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন সংযুক্ত আরব আমিরাতে একজন মন্ত্রী। আমিরাতের ওই মন্ত্রীর নাম ওমর আল-ওলামা। ২০১৭ সালে তাকে সংযুক্ত আরব আমিরাতের এআই, ডিজিটাল অর্থনীতি এবং রিমোট ওয়ার্ক অ্যাপ্লিকেশনের প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়।
টাইমের এই তালিকায় স্থান পাওয়া অন্যান্য ব্যক্তিদের মধ্যে ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক, ওপেনএআই সিইও স্যাম অল্টম্যান এবং মার্কিন কংগ্রেসম্যান আনা এশুও রয়েছেন।
প্রতিবেদন- আফরিন মিম
সম্পাদনা- শান্তা মারিয়া
মিস সিল্ক রোড
হেইলংচিয়াং প্রদেশের চিসি সিটিতে সম্প্রতি অনুষ্ঠিত হয় মিস সিল্ক রোড প্রতিযোগিতা। সেরা সিল্করোড সুন্দরীর মুকুট মাথায় পরেন বেইজিংয়ের ইন্সটিটিউট অব ফ্যাশন টেকনোলজির এক তরুণী শিক্ষার্থী।
লোকজ সংস্কৃতিকে তুলে ধরা, নারীর সৌন্দর্যকে সংস্কৃতির সঙ্গে সমন্বয় করা এবং পাশাপাশি পর্যটনশিল্পকে বিকশিত করা । এসব উদ্দেশ্য নিয়ে সম্প্রতি চীনে অনুষ্ঠিত হয় মিস সিল্ক রোড গ্লোবাল টুরিজম চায়নার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠান। হেইলংচিয়াং প্রদেশের চিসি সিটিতে আয়োজিত হয় এই জমজমাট প্রতিযোগিতা। চিসি ইন্টারন্যাশনাল টুরিজম ফ্যাশন উইকও পালিত হয় একই সঙ্গে।