আকাশ ছুঁতে চাই ৩৫
বেইজিং ইন্সটিটিউট অব ফ্যাশন টেকনোলজির শিক্ষার্থী চিয়াং মেইছাং প্রথম পুরস্কার জয় করে সেরা সিল্করোড সুন্দরীর মুকুট মাথায় পড়েন।
থিয়েনচিন নরমাল ইউনিভারসিটির একজন শিক্ষার্থী ওয়াং ইয়াদান দ্বিতীয় স্থান অধিকার করেন।
সিচুয়ান বিশ্ববিদ্যালযের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের শিক্ষার্থী লিয়াং ইয়াওয়েন তৃতীয় স্থান অধিকার করেন।
ফ্যাশন প্যারেডে চীনের নারীদের লোকজ ঐতিহ্যবাহী পোশাকের পাশাপাশি আধুনিক চলতি ফ্যাশনও প্রদর্শিত হয়।
প্রতিবেদন: শান্তা মারিয়া
সম্পাদনা: রহমান
সুপ্রিয় শ্রোতা আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌছে গেছি আমরা।
অনুষ্ঠানটি কেমন লাগছে সে বিষয়ে জানাতে পারেন আমাদের কাছে। আপনাদের যে কোন পরামর্শ, মতামত সাদরে গৃহীত হবে। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি শান্তা মারিয়া। আবার কথা হবে আগামি সপ্তাহে। ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়েন।
সার্বিক সম্পাদনা : ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী
লেখা, গ্রন্থনা ও উপস্থাপনা: শান্তা মারিয়া
কণ্ঠ: শান্তা মারিয়া, আবদুল্লাহ আল মামুন দুর্বার, আফরিন মিম, হোসনে মোবারক সৌরভ
অডিও সম্পাদনা: রফিক বিপুল