আকাশ ছুঁতে চাই ৩৫
১. সিনচিয়াংয়ের নৃত্যশিল্পী গুলবানুর
২. ঐতিহ্যবাহী লিয়াং বু ভাগ্য ফেরাচ্ছে মিয়াও নারীদের
৩. এআই জগতে বিশ্বসেরা ১০০ জনের তালিকায় বাংলাদেশি বংশোদ্ভূত রুম্মান
৪. মিস সিল্ক রোড
নারী ও শিশু বিষয়ক অনুষ্ঠান আকাশ ছুঁতে চাই থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। আমাদের অনুষ্ঠানে আমরা কথা বলি নারী ও শিশুর অগ্রযাত্রা, বিভিন্ন চ্যালেঞ্জ, সাফল্য, সংকট সম্ভাবনা নিয়ে। আমরা কথা বলি সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষের অধিকার নিয়ে।
সিনচিয়াংয়ের নৃত্যশিল্পী গুলবানুর
অনুষ্ঠানের শুরুতেই শোনাবো এমন এক নারীর গল্প যিনি নৃত্যশিল্পী হিসেবে কাজ করার পাশাপাশি ঘর সংসারের দায়িত্বও পালন করছেন সমান পারদর্শিতায়। চলুন শোনা যাক সিনচিয়াংয়ের নারী গুলবানুর কুরকাকের জীবনের গল্প।
সিনচিয়াংয়ের নৃত্যশিল্পী গুলবানুর কুরকাক। সিনচিয়াংয়ের তাকসকোরগান তাজিক স্বায়ত্তশাসিত কাউন্টির নারী তিনি। তিনি তাজিক জাতির ঐতিহ্যবাহী নৃত্যে পারদর্শী। তিনি তাকসকোরগান তাজিক স্বায়ত্তশাসিত কাউন্টির শিল্পীদলের একজন সদস্য। তিনি আর তার স্বামী এই শিল্পীদলের সদস্য হয়ে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে নিজেদের লোকজ এতিহ্য তুলে ধরেন। এই পরিবেশনা স্থানীয় পর্যটন শিল্পেকে চাঙা করে তুলেছে।
তাকসকোরগানের এই আর্ট ট্রুপ ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত হয়। এই শিল্পীদল গ্রামে গ্রামে ঘুরে তাজিক নৃত্যগীত পরিবেশন করে। গ্রামের নবীন প্রবীণ সকলেই তাদের সঙ্গে নাচে গানে মেতে ওঠে। তাজিকদের জীবনের অংশ হলো এই নাচগান। প্রত্যেক তাজিকই তাদের লোকজ নৃত্য জানেন।