আকাশ ছুঁতে চাই ৩৫
এরপর ওড পানিতে ভিজিয়ে রাখা হয় বেশ কয়েকদিন। এতে পানিতে নীল রঙ ছাড়ে।এরপর এই পানিতে কাপড় ভিজাতে হয়। বেশ কয়েকবার কাপড়টিকে রঙ করা হয় ও শুকানো হয়।
রঙের সঙ্গে ডিমের সাদা অংশ এবং আরও কিছু প্রাকৃতিক উপাদান মেশানো হয়।রঙের পানিতে কাপড়টিকে ডুবিয়ে এক ধরনের কাঠের লাঠি দিয়ে বাড়ি দেয়া হয়। হামান দিস্তার মতো এই লাঠি দিয়ে বারে বারে কাপড়টিকে বাড়ি দেয়ার পর আবার রঙ করার রীতি আছে। এরপর কাপড় ছাঁটা, এমব্রয়ডারি, সেলাই ইত্যাদির পর তৈরি হয় লিয়াং বু।
এই কাপড় তৈরিতে কয়েক মাস সময় লাগে। একসময় এই ঐতিহ্য হারিয়ে যাচ্ছিল। তবে এখন গ্রামপুনর্জীবনের ধারায় মিয়াও নারীদের লিয়াং বু তাদের ভাগ্য ফেরাতে সাহায্য করছে। সাম্প্রতিক বছরগুলোতে বাণিজ্যিকভাবে লিয়াং বু তৈরি করে আয়ের পথ করে নিয়েছেন মিয়াও নারীরা। স্থানীয় প্রশাসনের সহায়তায় তারা লিয়াং বু বাজারজাত করছেন। লিয়াং বু তৈরির প্রক্রিয়া দেখতেও উৎসাহ রয়েছে পর্যটকদের। তারা কিনতেও আগ্রহী।