আকাশ ছুঁতে চাই ৩৫
তারা যৌথ পরিবারে বাস করেন। গুলবানুর এবং বাহতিয়ার যখন তাদের পেশাগত কাজে ব্যস্ত থাকেন তখন ঘরগৃহস্থালির দায়িত্বটা শাশুড়িই পালন করেন। দাম্পত্য জীবনেও সুখী গুলবানুর। বাহতিয়ার শুধু তার জীবনসঙ্গীই নন, বরং বন্ধু ও সহশিল্পী।
ঐতিহ্যবাহী লিয়াং বু ভাগ্য ফেরাচ্ছে মিয়াও নারীদের
লিয়াং বু এমন এক পোশাক যা তৈরি করতে পারেন কেবল মিয়াও জাতির নারীরা। চীনের ৫৬ জাতিগোষ্ঠীর অন্যতম মিয়াও জাতির রয়েছে সমৃদ্ধ ঐতিহ্য। কুয়াংসি এবং কুইচোও প্রদেশের সীমান্ত এলাকার উইং গ্রামের নারীরা লিয়াং বু তৈরি করে নিজেদের ভাগ্য ফিরিয়ে নিয়েছেন। চলুন শোনা যাক সেই গল্প।
কুয়াংসি এবং কুইচোও প্রদেশের সীমান্তাবর্তী এলাকায় উইং গ্রাম। এখানে মিয়াও জাতির মানুষের বাস।
মিয়াও জাতির নারীদের এক বিশেষ কাপড় লিয়াং বু। নীল রঙের এই কাপড় তৈরির কৌশল শুধুমাত্র মিয়াও নারীরাই জানেন। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই কৌশল তারা শিখে নেন। মা থেকে কন্যায় এই কারুশিল্প প্রবাহিত হয়।
লিয়াং বু তৈরিতে দীর্ঘ সময় প্রয়োজন হয়। বসন্তে ওড নামে একধরনের উদ্ভিদ জমিতে লাগানো হয়। ওড উদ্ভিদের বৈজ্ঞানিক নাম ইসাটিস টিংকটোরিয়া। শরৎকালে ওড উদ্ভিদ তোলা হয়।