আকাশ ছুঁতে চাই ৮১
তিনি বলেন, "আমি ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভীষণ পছন্দ করি। একসময় বুঝতে পারি ছবির মাধ্যমে অনেক জটিল বিষয় ব্যাখ্যা করা সম্ভব। এরপর থেকে জনস্বার্থে কাজ করা শুরু করি।"
চাং ই মানের মতো তরুণ-তরুণীরা আরো সহজ করে তুলছেন মানুষের দৈনন্দিন জীবনযাপন । আর এভাবেই নিত্যনতুন উদ্ভাবনী ও সৃজনশীলতার মাধ্যমে পুরো বিশ্বে অনন্য হয়ে উঠছে চীন।
ঢাকায় নারী উদ্যোক্তাদের মেলা
ঈদকে কেন্দ্র করে নারী উদ্যেক্তারা ঢাকার বিভিন্ন স্থানে মেলার আয়োজন করছেন। সম্প্রতি গুলশানের শুটিং ক্লাবে অনুষ্ঠিত হয় ঢাকা ফ্যাশন এক্সপো ২০২২ এবং ধানমন্ডির মাইডাস সেন্টারে হয় ঈদ বারুণী মেলা। বিস্তরিত প্রতিবেদনে।
নারী উদ্যোক্তাদের পণ্য বাজারজাত করণের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে ঢাকা ফ্যাশন এক্সপো। পাঁচ বছর আগে এ ধরনের একটি উদ্যোগ নেয় হয়। মাঝখানে করোনা মহামারীর কারণে দুই বছর মেলা অনুষ্ঠিত হয়নি।
এবারে নতুনভাবে শুরু হয় ঢাকা ফ্যাশন এক্সপো ২০২২। ২৯টি স্টল নিয়ে গুলশানের শুটিংক্লাবে অনুষ্ঠিত হয় কয়েকদিনের এই উদ্যোক্তা মেলা। মেলার মূল আয়োজক তিন নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার। ফারহানা বিনতে লতিফ , নাজমা রশিদ শ্বেতা এবং দিলরুবা পারভীন ঢাকা ফ্যাশন এক্সপো ‘র আয়োজন করেন।
ফারহানা বিনতে লতিফ একজন ফ্যাশন ডিজাইনার এবং উদ্যোক্তা। বাংলাদেশের ঐতিহ্যবাহী মসলিন শিল্পকে আবার জাগিয়ে তোলা এবং মসলিনের পোশাককে জনপ্রিয় করার লক্ষ্য নিয়ে তিনি কাজ শুরু করেন। তার প্রতিষ্ঠানের নাম পানজেহ।
তিনি বলেন, ২০১৮ সালে তিনি উদ্যোক্তা জীবন শুরু করেন।
আরেকজন উদ্যোক্তা নাজমা রশিদ শ্বেতা। তিনি একজন ফ্যাশন ডিজাইনার এবং উদ্যোক্তা।
কে ঢাকার ধানমন্ডির মাইডাস সেন্টারে নারী উদ্যোক্তাদের আয়োজনে অনুষ্ঠিত হয় ঈদ বারুণী মেলা। ২৮টি স্টল নিয়ে চলে এই মেলা। এখানে শুধুমাত্র দেশীয় পণ্য বিক্রি হয়।