আকাশ ছুঁতে চাই ৮১
দেশীয় পণ্যকে বাজারজাত করা এবং নিজেদের আয় বৃদ্ধির লক্ষ্যে এই নারী উদ্যেক্তারা কাজ করে চলেছেন।
আজ আর কথা নয়, আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমরা। আমাদের অনুষ্ঠান আপনারা সবসময় শুনতে পাবেন শর্ট ওয়েভ ৯ হাজার ৪শ ৯০ এবং শর্ট ওয়েভ ১১ হাজার ৬শ ১০ কিলোহার্টজে। আরও শুনতে পাবেন সিআরআই বাংলার ওয়েবসাইটে এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজে। জেনে নিন আমাদের ইমেইল অ্যাডরেস, cmg.bangla@gmail.com আমাদের ফেসবুক পেজ facebook.com/CRIbangla এবং facebook.com/CMGbangla এবংআমাদের সাক্ষাৎকারগুলো ইউটিউবে দেখতে পাবেন। youtube.com/CMGbangla.
আজ এ পর্যন্তই। যাবার আগে আবারও জানাই ঈদুল আজহার শুভেচ্ছা। চীনাভাষায় বলা হয় কু আর পাং চিয়ে । সুস্থ থাকুন, ভালো থাকুন
ঈদ মোবারক।
আজ এ পর্যন্তই। সুস্থ থাকুন ভালো থাকুন। আবার কথা হবে। চাই চিয়েন।
সার্বিক সম্পাদনা: ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী
লেখা, গ্রন্থনা, উপস্থাপনা : শান্তা মারিয়া
কারুশিল্পী ইয়ানের অবাক করা শিল্প প্রতিবেদন রওজায়ে জাবিদা ঐশী
ঢাকায় নারী উদ্যোক্তাদের মেলা প্রতিবেদন শান্তা মারিয়া
ছবি যখন কথা বলে প্রতিবেদন হাবিবুর রহমান অভি
অডিও সম্পাদনা: রওজায়ে জাবিদা ঐশী ও শান্তা মারিয়া