আকাশ ছুঁতে চাই ৮১
কী থাকছে এবারের পর্বে
১. গানকে সঙ্গী করে অনেকদূর যেতে চাই: সংগীত শিল্পী চৈতী রহমান
২.কারুশিল্পী ইয়ানের অবাক করা শিল্প
৩. ছবি যখন কথা বলে
৪. ঢাকায় নারী উদ্যোক্তাদের ঈদমেলা
চীন আন্তর্জাতিক বেতারের ঢাকা স্টেশন থেকে প্রচারিত আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। কেমন আছেন আপনারা? আশাকরি ভালো আছেন। ঈদুল আজহার উৎসব আগত প্রায়। শ্রোতাদের জানাই ঈদ মোবারক
গানকে সঙ্গী করে অনেকদূর যেতে চাই: চৈতী রহমান
বাংলাদেশের নারীরা অনেক সংগ্রাম ও পরিশ্রমের মাধ্যমে এগিয়ে চলেছেন জীবনের পথে, সাফল্যের পথে। পেশাগতভাবে সাফল্য অর্জনের জন্য তাদের পার হতে হচ্ছে বাধা বিপত্তি। এমনি একজন সংগ্রামী নারী চৈতী রহমান। তিনি একজন সংগীত শিল্পী। শত বাধা বিপত্তি সত্ত্বেও সংগীত সাধনা চালিয়ে যাচ্ছেন। চৈতী রহমানের কাছে আজ শুনবো তার জীবনের গল্প। আমাদের অনুষ্ঠানে তাকে স্বাগত জানাই।
সাক্ষাৎকার
চৈতী
চৈতী রহমান বাংলাদেশের একজন তরুণ সংগীতশিল্পী। তিনি ছোটবেলা থেকেই গানের চর্চা করছেন। বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কারও পেয়েছেন। মূলত দেশের গান ও ইসলামি গান গেয়েই শৈশবে পরিচিতি পান। বর্তমানে চৈতী বিভিন্ন স্টেজ শোতে অংশ গ্রহণ করছেন। তিনি পদ্মা সেতু নিয়েও দলীয়ভাবে গান পরিবেশন করেছেন। তিনি লোকসংগীত, আধুনিক গানেও পারদর্শী। বললেন, ‘স্টেজে গান পরিবেশন করতে হলে সব ধরনের প্রস্তুতিই রাখতে হয়। কারণ বিভিন্ন রকম গানের জন্য অনুরোধ করেন শ্রোতা দর্শকরা’।
কোভিড মহামারীর কারণে গেল দুই বছরে সংগীত শিল্পীদের অনেক দুরবস্থার মধ্য দিয়ে যেতে হয় বলে জানান চৈতী। কারণ এই দুই বছরে কোন স্টেজ শো হয়নি। চৈতী আরও বলেন, ‘গানকে পেশা হিসেবে নিতে অনেক প্রতিবন্ধকতা আছে।’ তারপরও চেষ্টা চালিয়ে যাচ্ছেন চৈতী। তিনি সম্প্রতি কয়েকটি সংগঠনের পক্ষ থেকে সম্মাননাও পেয়েছেন বলে জানালেন।
একজন নারীকে পেশাগত জীবনে এগিয়ে যেতে হলে অনেক বাধা বিপত্তি পার হতে হয়। পরিবার থেকেও সহযোগিতার প্রয়োজন হয়। পরিবার থেকে সহযোগিতা পাচ্ছেন বলে জানালেন চৈতী রহমান। তার ভবিষ্যত পরিকল্পনা হলো সংগীত জগতে নিজের অবস্থান গড়ে নেওয়া। ‘গানকে সঙ্গী করে অনেকদূর যেতে চাই’ বললেন চৈতী রহমান।
কারুশিল্পী ইয়ানের অবাক করা শিল্প
চীনা সংস্কৃতির একটি বড় জায়গা দখল করে আছে কারুশিল্প। এই শিল্পকে আরো অলঙ্কৃত করছেন ইয়ান হং নামের একজন তরুণী। এ শিল্প চর্চার মাধ্যমে ইয়ানের কর্মদক্ষতার পাশাপাশি চীনা সংস্কৃতির প্রচার বাড়ছে। ঐতিহ্যবাহী চীনা চিত্রকর্ম থেকে শুরু করে নানা ধরণের কাজ করে থাকেন ইয়ান। তার সুনিপুণ কাজে মুগ্ধ হন গ্রাহক এবং দর্শক। তার কথা শুনবো প্রতিবেদনে।
দক্ষিণ-পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের ছাংতোও শহরের একজন সৃজনশীল কারু শিল্পী ইয়ান হং। চীনা সংস্কৃতির প্রচারের দায়িত্ব কাঁধে নেয়া ইচ্ছুক তরুণদের একজন হয়ে উঠেছেন ইয়ান হং।