আকাশ ছুঁতে চাই ৮১
ঐতিহ্যবাহী সাংস্কৃতিক উপাদান ব্যবহার করে তিনি তৈরি করছেন বিভিন্ন কারুপণ্য-শিল্পকর্ম। হেডওয়্যার, চীনা পৌরাণিক কাহিনী এবং ঐতিহ্যবাহী চীনা চিত্রকর্ম থেকে শুরু করে নানা ধরণের কাজ করে থাকেন ইয়ান। শুধু তাই নয়, ফেলে দেয়া ক্যান দিয়ে সূক্ষ্ম কাজের ওয়েডিং অর্নামেন্টস থেকে শুরু করে ঐতিহ্যগত বিভিন্ন শিল্পকর্ম তৈরি করেন তিনি।
ইন্টারনেটে পোস্ট করা তার ভিডিওগুলি শিল্পকর্ম তৈরির পিছনের গল্প তুলে ধরে। এ সব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলেছে। বিশেষ করে পিকিং অপেরায় ব্যবহৃত একটি ফিনিক্স করোনেট তৈরির ভিডিও ৫ দশমিক ৭৫ মিলিয়ন ভিউ হয়েছে।
২০২০ সালে, তিনি মিয়াও জাতিগোষ্ঠীর হেডওয়্যারের একটি সেট তৈরির ভিডিও ইন্টারনেটে আপলোড করে ২ মিলিয়নেরও বেশি মানুষের সাড়া পান। তিনি বলেন,
‘প্রথম দিকে আমার শিল্পকর্মগুলো ক্যান দিয়ে তৈরি করা দেখে অনেকে খুব অবাক হয়েছিল। তারা জানত না কিভাবে ক্যান থেকে এত সুন্দর শিল্পকর্ম তৈরি করা যায়। এখন তারা অনেকেই আমার এই কাজে উৎসাহিত করে। আমিও তখন নতুন কিছু তৈরির সাহস পাই। এখন পর্যন্ত , আমি ২০০টিরও বেশি শিল্পকর্ম তৈরি করেছি। ’