বাংলা

চলতি বাণিজ্যের ৪১তম পর্ব

CMGPublished: 2023-10-27 20:21:48
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

“সারা বিশ্বের সবচেয়ে বড় গাড়ির বাজার চীনে। একইসঙ্গে এই শিল্প এরইমধ্যে বেশ উন্নত হয়েছে। এটা কিন্তু কোন চমকই নয়। আমাদের এটাকে কাজে লাগাতে হবে এবং তাদের সঙ্গে একটি সমান প্রতিযোগিতার মাধ্যমে আমাদের ক্রেতাদের কাছে পণ্য পৌঁছে দিতে হবে।“

জার্মানির অর্থনীতির একটি বড় নিয়ামক সেদেশের গাড়ি নির্মাণ শিল্প।

ভিনদেশে চীন:

কিরিগজ নাগরিকদের চলাচল সহজ করেছে চীনা বাস

সাজিদ রাজু, চীন আন্তর্জাতিক বেতার: কিরিগজ নাগরিকদের দৈনন্দিন চলাচলকে সহজ করেছে চীনের তৈরি বাস। শুধু তাই নয়, পরিবেশবান্ধব এই বাস কিরগিজস্তানের রাজধানী বিশকেকের বিভিন্ন রাস্তায় চলছে এই বাস। সম্প্রতি চীনা নির্মাতারা কিরগিজ সরকারের কাছে এসব বাস হস্তান্তর করে।

কিরিগজ নাগরিকদের দৈনন্দিন চলাচলকে সহজ করেছে চীনের তৈরি বাস। শুধু তাই নয়, পরিবেশবান্ধব এই বাস কিরগিজস্তানের রাজধানী বিশকেকের বিভিন্ন রাস্তায় চলছে এই বাস। সম্প্রতি চীনা নির্মাতারা কিরগিজ সরকারের কাছে এসব বাস হস্তান্তর করে।

কিরগিজস্তানের রাজধানী বিশকেকের ব্যস্ত রাস্তায় নাগরিকদের স্বস্তি দিয়েছে চীন থেকে আনা বাস। সাদা ও সবুজ রঙের এই বাসগুলো পরিবেশবান্ধব ও আরামদায়ক।

চলতি বছর চীন ও কিরগিজস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক ও কৌশলগত সম্পর্ক আরও গভীর হয়। বিশেষ করে গণপরিবহনসহ নানা ক্ষেত্রে সহযোগিতা জোরদার করে দুই দেশ। এরই অংশ হিসেবে চীন থেকে এসব বাস নিয়ে আসে কিরগিজ সরকার।

এরইমধ্যে এসব বাস যাত্রী পরিবহন শুরু করেছে। চুক্তি অনুযায়ী আগামী বছরগুলোতে চীন থেকে আরও নতুন বাস সংগ্রহ করবে কিরগিজস্তান।

首页上一页...234567全文 7 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn