চলতি বাণিজ্যের ৪১তম পর্ব
চলতি বাণিজ্যের ৪১তম পর্বে থাকছে:
১. চীনা ইলেক্ট্রিক গাড়ি প্রতিযোগিতায় ফেলেছে পশ্চিমা ব্র্যান্ডগুলোকে
২. কিরিগজ নাগরিকদের চলাচল সহজ করেছে চীনা বাস
৩. বিদেশি কোম্পানির বিনিয়োগ প্ল্যাটফর্ম হয়েছে চীনের ক্যান্টন মেলা
চীনা ইলেক্ট্রিক গাড়ি প্রতিযোগিতায় ফেলেছে পশ্চিমা ব্র্যান্ডগুলোকে
সাজিদ রাজু, চীন আন্তর্জাতিক বেতার: অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে চীনের তৈরি করা বিভিন্ন ব্র্যান্ডের গাড়ির সঙ্গে বাজারে টিকে থাকতে রীতিমত হিমশিম খাচ্ছে পশ্চিমা কোম্পানিগুলো। বিশেষ করে নতুন প্রযুক্তির ইলেক্ট্রিক গাড়িগুলো বিভিন্ন দেশের ক্রেতাদের নজর কেড়েছে। চলতি বছরের মিউনিখ অটো শোতে চীনা গাড়ির নানা বৈশিষ্ট্য মুগ্ধ করে আগতদের। তবে চীনা উদ্ভাবন কপালে চিন্তার ভাজ ফেলেছে পশ্চিমা গাড়ি নির্মাতা কোম্পানিগুলোর কর্মকর্তাদের।
সারা বিশ্বেই গাড়ি নির্মাণ শিল্পে এক বিপ্লব ঘটে গেছে। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানীর ব্যবহার গাড়ি শিল্পে এনে দিয়েছে এক নতুন ধারার। আর এ ধারায় নেতৃত্বের আসনে বসেছে চীন।
চীনের গাড়ি নির্মাণ শিল্পের এই উদ্ভাবন ও এগিয়ে চলাই কঠিন পরীক্ষা ও প্রতিযোগিতার মধ্যে ফেলে দিয়েছে ইউরোপকে। বিশেষ করে জার্মানির গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো এরইমধ্যে কঠিন সময় পার করতে শুরু করেছে। চলতি বছর অনুষ্ঠিত হয়ে যাওয়া মিউনিখ অটো শো যেন তারই প্রমাণ।
এই অটো শো তে নজরকাড়া সব উদ্ভাবনের সমাহারে তৈরি গাড়ি প্রদর্শন করে চীন। চীনের তুলনায় খুবই কম সংখ্যক নতুন মডেল ও সুযোগ-সুবিধার সমাহার দেখাতে পেরেছে জার্মানির নির্মাতারা। এর ফলে আগামীতে কঠিন প্রতিদ্বন্দ্বিতার আভাস পাচ্ছেন তারা।