বাংলা

চলতি বাণিজ্যের ৪১তম পর্ব

CMGPublished: 2023-10-27 20:21:48
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

কোম্পানি প্রোফাইল:

বিদেশি কোম্পানির বিনিয়োগ প্ল্যাটফর্ম হয়েছে চীনের ক্যান্টন মেলা

সাজিদ রাজু, চীন আন্তর্জাতিক বেতার: চীনে বিনিয়োগের জন্য যাচাই-বাছাই ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিদেশি কোম্পানিগুলোর জন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে ক্যান্টন ফেয়ার। বিশেষ করে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের সদস্য দেশগুলোর জন্য সুযোগ তৈরি করে দিয়েছে এই মেলা।

চীনের বিশাল বাজার দুনিয়ার তাবৎ ব্যবসায়ীক কোম্পানির কাছে আকর্ষষণীয়। বিশেষ করে চীনের বিভিন্ন জায়গায় বিনিয়োগে আগ্রহী কোম্পানিগুলো। তাইতো চীনের কুয়াংচৌতে যে ক্যান্টন মেলা বসে তা আগ্রহের কেন্দ্রে থাকে এসব বিনিয়োগকারীরা।

বরাবরের মতো চলতি বছরও শুরু হয়েছে ১৩৪তম ক্যান্টন মেলা। দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের কুয়াংচৌ শহরে বসে এই মেলা।

এবারের মেলায় অন্যান্য দেশের পাশাপাশি বিশেষভাবে অংশ নিয়েছে চীনের প্রস্তাব করা বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের সদস্য দেশগুলো। এসব দেশের বিনিয়োগকারী কোম্পানিগুলো এই মেলাকে নিয়েছে চীনে বিনিয়োগের সেতুবন্ধন হিসেবে।

ক্যান্টন মেলা বা আমদানি রফতানি মেলা হিসেবে পরিচিত এই মেলার তাই একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে চীনা ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করে বিনিয়োগের সুযোগ বুঝে নেওয়া।

বিশেষ করে গৃহস্থালী পণ্য, উপহার সামগ্রী, ঘর সাজানোর পণ্য, বাড়ি নির্মাণ সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন রকমের ফার্নিচারের জন্য বিখ্যাত হয়ে উঠেছে ক্যান্টন মেলা।

首页上一页...34567全文 7 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn