বাংলা

চলতি বাণিজ্যের ৪১তম পর্ব

CMGPublished: 2023-10-27 20:21:48
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ওলা কালেনিয়াস, চেয়ার‌ম্যান, মার্সিডিজ বেঞ্জ

“চীনের বাজারের যে উদ্ভাবন ও গতি তা বেশি শক্তিশালী। আমরা সেই সুবিধাটা নিতে চাই। এটা কেবল আমাদের চীনা ক্রেতাদের জন্য নিতে চাই তা নয় বরং বিশেষ করে এই ডিজিটাল দুনিয়ায় চীনের প্রযুক্তি ও উদ্ভাবনকে আমরা পুরো বিশ্বের জন্যই কাজে লাগাতে চাই।“

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ থেকে দেখা যায়, মিউনিখ অটো শো’র পুরো নজর ছিলো চীনা নির্মাতাদের তৈরি করা গাড়ির দিকে। এটি জার্মানির অর্থনীতিকেও চাপে ফেলেছে বলেও মূল্যায়ন করে সংস্থাটি। বিএমডাব্লিউ এর চেয়ারম্যান অলিভার জিপস এক সাক্ষাৎকারে বলেন, চীনা গাড়ির বাজার ধরতে নতুন উদ্যোমে কাজ শুরু করার এটাই সময়।

অলিভার জিপস, চেয়ারম্যান, বিএমডাব্লিউ

首页上一页1234567全文 7 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn