‘চলতি বাণিজ্য’-২৮
কোম্পানিটি জানায়, পুরো প্রকল্পের ডিজাইন, মালামাল সরবরাহ থেকে শুরু করে যন্ত্র ও যন্ত্রাংশ স্থাপন, চালু করা, পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা করেছে তারা। পাশাপাশি ১৪ সেট বায়ু কলের নির্মাণ ও হস্তান্তর পরবর্তী রক্ষণাবেক্ষণের কাজও করবে তারা।
এই বিদ্যুৎকেন্দ্রের সবগুলো ইউনিটকে প্রধান গ্রিডের সঙ্গে সংযুক্ত করার মাধ্যমে তা ইকুয়েডরের জাতীয় গ্রিডের বহুমূখীকরণ সম্পন্ন হলো। এর পাশাপাশি প্রথাগত জ্বালানী ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের ধারা থেকে বের হয়ে আসছে ইকুয়েডর।
কোম্পানি প্রোফাইল:
ইলেক্ট্রনিক পণ্যের ইতালিয়ান কোম্পানির নজর চীনের বাজারে
সাজিদ রাজু, চীন আন্তর্জাতিক বেতার: গেল কয়েক বছর ধরে এশিয়ার দেশগুলোর মধ্যে ইতালির সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন। এর কারণ, ইলেক্ট্রনিক পণ্যের ব্যবহারে বিশ্বের সবেচেয়ে বড় ভোক্তা দেশ চীনের দিকে দৃষ্টি দিয়েছে ইতালিয়ান কোম্পানিগুলো। বিশেষ করে চীনের বাজারে আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে ইতালিয়ান কোম্পানি মাসেরাটি ও রিয়া চায়না।
নতুন প্রযুক্তি ব্যবহার করে জীবনকে সহজ করে তোলার চেষ্টায় এগিয়ে আছেন চীনা নাগরিকরা। আর চীনাদের এই প্রবণতাকে ঘিরেই ইতালির গাড়িসহ নানা ইলেক্ট্রিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো আগ্রহী হয়ে উঠেছে চীনে বিনিয়োগ করতে। ইতালির বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মাসেরাটি গ্রেটার চায়না এসব কোম্পানিগুলোর মধ্যে অন্যতম।
কোম্পানিটির ব্যবস্থাপক মিরকো বোরডিগা জানান, চলতি বছর এপ্রিল মাসে অনুষ্ঠিত হওয়া অটো শো’দে আকর্ষণীয় ফিচারের গাড়ি উন্মোচন করা হয়েছে চীনা ক্রেতাদের জন্য। তিনি জানান, অল্প সময়ের ব্যবধানে আরও নতুন পণ্য নিয়ে চীনের বাজারে হাজির হবেন তারা।
মিরকো বোরডিগা, ব্যবস্থাপক, মাসেরাটি গ্রেটার চায়না