‘চলতি বাণিজ্য’-২৮
“লুওসিফেন নুডলসের ওজন অনেক বেশি আর দামে কম। কাজে সরাসরি আকাশপথে এটি পাঠানো খুব সুবিধার নয়। বিদেশের স্থানীয় বাজারে আমরা কিছু ওয়্যারহাউজ স্থাপন করেছি। এসব কারণে পশ্চিম মালয়েশিয়া থেকে যেসব ক্রয়াদেশ আসে তা আমরা পরের দিনই সরবরাহ করতে পারি।“
কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের কাস্টমস বিভাগের পরিসংখ্যান বলছে, বছর বছর এই নুডলস রফতানির পরিমাণ বাড়ছে। কাস্টমস জানায়, চলতি বছর শুধু লিউছৌ এলাকা থেকে লুওসিফেন নুডলস রফতানির পরিমাণ দ্বিগুণ হয়েছে।
হুয়াং সু, উপ-কমিশনার, লিউছৌ কাস্টমস
“জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত সময়ে কাস্টমস কর্তৃপক্ষ অন্তত ৩০৫ ব্যাচ লুওসিফেন রফতানি তদারকি করেছে। এসব নুডলসের দাম ৫০ মিলিয়ন ইউয়ান বা প্রায় ৭ মিলিয়ন মার্কিন ডলার হবে। গেল বছরের তুলনায় এই নুডলস রফতানির পরিমাণ ৪৭ শতাংশ পর্যন্ত বেড়েছে।“
২০০৮ সালে লুওসিফেং নুডলস অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পায়।
ভিনদেশে চীন:
ইকুয়েডরে ৫০ মেগাওয়াটের বায়ুবিদ্যুৎ কেন্দ্র চালু করলো চীনা কোম্পানি ডিইসি
সাজিদ রাজু, চীন আন্তর্জাতিক বেতার: দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে মেয়ার শেষের ২০ দিন আগেই শেষ হয়েছে বায়ুচালিত একটি বিদ্যুৎকেন্দ্র। এরইমধ্যে দেশটির প্রধান বিদ্যুৎ গ্রিডে দেওয়া হয়েছ সংযোগ। বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ ও পরিচালনার পুরো কাজটি করেছে চীনা কোম্পানি তোংফেং ইলেক্ট্রিক করপোরেশন –ডিইসি।
ডিইসি জানায়, ইকুয়েডরের আনদেসে অবস্থিত পুরো প্রকল্পের কাজ এরইমধ্যে শেষ হয়েছে। ফলে তা হস্তান্তর করার জন্যও প্রস্তুত। এই প্রকল্পটি থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। এটি ইকুয়েডরের সবচেয়ে বড় বায়ুচালিত বিদ্যুৎ কেন্দ্র।