বাংলা

‘চলতি বাণিজ্য’-২৮

CMGPublished: 2023-07-28 23:33:40
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

“আমরা এই মডেলগুলো চীনে উন্মোচন করতে যাচ্ছি কারণ চীন বিশ্বের সবচেয়ে বড় বিদ্যুৎ বিষয়ক পণ্যের বাজার হয়ে উঠেছে। ২০২৫ সালের মধ্যে আমাদের প্রত্যেক ধরনের পণ্যের ইলেক্ট্রিক ভার্সন থাকবে এবং ২০৩০ সালের মধ্যে কেবল বিদ্যুৎচালিত পণ্যই বিক্রি করবো।“

এদিকে, কফি মেশিন প্রস্তুতকারী ইতালীর ব্র্যান্ড রিয়া ব্যাপক জোর কার্যক্রম চালাচ্ছে চীনে। বিশেষ করে যে কোন আন্তর্জাতিক প্রদর্শনীতে তারা অংশ নিয়ে নিজেদের পণ্যের প্রদর্শন করছে। সম্প্রতি হাইনানে শেষ হওয়া চায়না ইন্টারন্যাশনাল কনজিউমার প্রোডাক্টস এক্সপোতে অংশ নেয় রিয়া। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক সু সিয়াওলিং জানান, চীনা ক্রেতাদের জন্য বিশেষায়িত পণ্য নিয়ে কাজ করছেন তারা।

সু সিয়াওলং, ব্যবস্থাপক, রিয়া চায়না

“আমরা কিছু নতুন পণ্য বাজারে আনছি। এগুলো বিশেষভাবে চীনা ক্রেতাদের জন্যই আনা হয়েছে। আমরা আশা করি আমাদের প্রদর্শনীর মাধ্যমে চীনা ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করতে পারবো। আমরা চীনে আমাতের ব্যবসার প্রসার ঘটাতে চাই।“

পরিসংখ্যানে দেখা যায়, গেল কয়েক বছর ধরেই এশিয়ার দেশগুলোর মধ্যে ইতালির সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন। বিশেষ করে গেল ২০২২ সালে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ রেকর্ড ছুয়ে যায়। ওই বছর দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিলো প্রায় ৮০ বিলিয়ন মার্কিন ডলার। এই বাণিজ্যের পরিমাণ তার আগের বছরের চেয়ে ৫ দশমিক ৪ শতাংশ বেড়েছে।

首页上一页...2345 5

Share this story on

Messenger Pinterest LinkedIn