বাংলা

চলতি বাণিজ্যের ২১তম পর্ব

CMGPublished: 2023-06-09 14:55:59
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এবার সে দিকেই নজর দিয়েছে চীন। বিশ্বের অন্যতম প্রধান অনলাইন মার্কেট প্ল্যাটফর্ম অ্যামাজান এবার চীনে তৈরি করতে যাচ্ছে এমনই এক প্রশিক্ষণ কেন্দ্র। এখানে পণ্য পরিবেশক ও সরবরাহকারীদের দেওয়া হবে নানা ধরনের প্রশিক্ষণ।

অ্যামাজান জানিয়েছে, পেশাদারিত্ব, জ্ঞান ও মেধার চর্চা এবং সমন্বিত দক্ষতার কার্যক্রম নিয়ে প্রশিক্ষণ চলমান থাকবে। মূলত ৪টি ধাপে সম্পন্ন হবে এই কার্যক্রম। প্রথমত থাকবে তাত্ত্বিক প্রশিক্ষণ, সে অনুযায়ী তৈরি করা হবে কোর্সের নানা অনুসঙ্গ। এরপর মেধাবীদের নিয়ে তৈরি করা হবে একটি কমিউনিটি। যুক্ত থাকবে উদ্ভাবনের নানা ক্ষেত্র। সব মিলিয়ে আন্তর্জাতিক মানের একটি কেন্দ্র তৈরি করা হবে চীনে।

পরসিংখ্যান বলছে ২০২২ সালে এই হাইনান থেকে ক্রস-বর্ডার ই-কমার্সের নানা অনুসঙ্গ রফতানি হয়েছে ১শ’ বিলিয়ন ইউয়ান বা ১৪ দশমিক ৭৩ বিলিয়ন মার্কিন ডলারের বেশি। রফতানির এই পরিমাণ এর আগের বছরের তুলনায় প্রায় ১৯ শতাংশ বেশি। এরইমধ্যে শুধু হাংচৌতেই ক্রস-বর্ডার ই-কমার্স সেলারের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেছে।

অ্যামাজানের এশিয়া গ্লোবাল সেলিংয়ের ভাইস প্রেসিডেন্ট সিনডি তাই বলেন, ক্রস-বর্ডার ই-কমার্সের টেকসই উন্নয়ন ক্রমেই বাড়ছে এবং এটি বিদেশি বিনিয়োগ, বাণিজ্য ও ডিজিটাল অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশেষ করে চীন ও এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ডিজিটাল অর্থনীতির অন্যত অনুসঙ্গ হয়ে দাঁড়িয়েছে।

কোম্পানি প্রোফাইল:

চীনকে সঙ্গে নিয়ে চীনের বাজারে ব্যবসার কৌশল নিয়েছে মার্সিডিজ বেঞ্জ

সাজিদ রাজু, চীন আন্তর্জাতিক বেতার: চীনকে সঙ্গে নিয়ে চীনের বাজারে ব্যবসার কৌশল খুঁজছে মার্সিডিজ বেঞ্জ। জার্মাানির এই জায়ান্ট গাড়ি নির্মাতা কোম্পানিটি সম্প্রতি চীনে আরও বিনিয়োগ ও ব্যবসায়ীক কার্যক্রম বাড়ানোর ঘোষণা দিয়েছে। চীনের বাজারে জনপ্রিয়তা আরও বাড়াতে বাজারে আনছে নতুন মডেলের সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানীচালিত নতুন মডেলের আরও বেশ কয়েকটি গাড়ি।

জার্মানির বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মার্সিডিজ বেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা সম্প্রতি বলেছেন, চীনা উদ্যোক্তাদের সঙ্গে নিয়েই চীনের বাজারে গাড়ির চাহিদা মেটাতে কাজ করতে চায় তার প্রতিষ্ঠান।

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn