চলতি বাণিজ্যের ২১তম পর্ব
“আমরা শিল্পের কাঁচামাল বিক্রির ক্ষেত্রে একটি নির্দিষ্ট পর্যায়ে পৌঁছে গেছি। আমরা আমাদের পণ্যের মূল্য সংযোজন করতে এবার প্রক্রিয়াজাতকরণের উপর গুরুত্ব দিচ্ছি।“
এই শিল্পোন্নয়ন কার্যক্রমের আওতায় আছে সিনচিয়াংয়ের কাশগড়, খোতান, আকসু অঞ্চল ও কিজিলসু কিরগিজ স্বায়ত্বশাসিত প্রিফেকচার। আগে এসব অঞ্চলের স্থানীয় বাসিন্দাদের স্থিতিশীল উপার্জনের মাধ্যমে ছিলো নির্দিষ্ট কিছু বিষয়ে সীমাবদ্ধ। একইসঙ্গে এখানকার প্রাকৃতিক পরিবেশ ও অবকাঠামো সুবিধাও ছিলো ভঙ্গুর।
তবে চীনের ক্ষমতাসীন দল সিপিসি’র ১৮তম জাতীয় কংগ্রেসে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী পাল্টে যাচ্ছে এই এলাকার পরিবেশ। এই সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে এখন পর্যন্ত সিনচিয়াংয়ের ৪টি প্রিফেকচারের অন্তত ২৬ লাখ মানুষ দারিদ্র থেকে বের হয়ে আসে। এসব মানুষের জীবনমান উন্নয়ণ হয় এবং এই এলাকার পণ্য উৎপাদনেও বিপুল পরিবর্তন আসে।
ছ্যাং হু, বিভাগীয় প্রধান, সিনচিয়াং কৃষি ও পল্লী বিষয়ক বিভাগ
“আমরা কৃষি পণ্যের প্রক্রিয়াজাতকরণ শিল্পের উৎপাদন ও এর মানোন্নয়ন প্রকল্পের উপর দৃষ্টি নিবদ্ধ করেছি। বিশেষ করে জাতীয়ভাবে সামনের সারির বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সম্প্রসারণ ও শিল্প চেইনে সেগুলোর কার্যক্রম বাড়ানো, পণ্যের মানোন্নয়ন ও মূল্য সংযোজন কার্যক্রমের দিকে আমাদের বেশি মনোযোগ।“
শুরুতেও মনোনিবেশ করা হয় আখরোট, বিভিন্ন রকমের বাদাম ও আঙ্গুরসহ স্থানীয়ভাবে উৎপাদন হয় এমন কৃষি পণ্যের দিকে। বিবেচনায় ছিলো ইলি জাতের ঘোড়াসহ স্থানীয় অন্যান্য পশুরপালনের দিকেও। এরপরই গুচ্ছ প্রক্রিয়ায় শিল্প উৎপাদন শুরু হয়।