চলতি বাণিজ্যের ২১তম পর্ব
ওয়াং হুয়ান, প্রকল্প পরিচালক, উন্নয়ন ও সংস্কার কশিমন, উইগুর স্বায়ত্বশাসিত অঞ্চল সিনচিয়াং
“আমরা এই প্রকল্পকে নিয়েছে আমাদের প্রধান অগ্রাধীকার হিসেবে। বিশেষ করে কয়লা, তেল ও গ্যাসের উন্নয়ন, সিলিকনভিত্তিক নতুন পণ্য উৎপাদন ও মানুষের জীবনমান উন্নয়নের জন্য অন্যান্য প্রধান শিল্প প্রকল্প আমাদের বিবেচনায় আছে। প্রায়োগিক বিষয়গুলোকে মানুষের কাছে বোধগম্য করতে আমরা প্রশিক্ষণের উপরও বেশি গুরুত্ব দিচ্ছি।“
সিনচিয়াং উন্নয়ন ও সংস্কার কমিশন বলছে, কেবল পণ্য উৎপাদন নয় বরং সেসব পণ্যের বাজারে সরবরাহ চেইনে অন্তর্ভূক্ত করা মাধ্যমে মূল্য সংযোজনের কাজও করা হয় পরিকল্পনা অনুযায়ী। ফলে স্থানীয়ভাবে উৎপাদিত এসব পণ্যের বিক্রি বেড়ে যায়, কারখানাগুলোর উৎপাদনও বাড়তে থাকে। তৈরি হয় আরও কর্মসংস্থান।
ভিনদেশে চীন:
চীনে ই-কমার্স প্রশিক্ষণ কেন্দ্র খুলছে অ্যামাজান
সাজিদ রাজু, চীন আন্তর্জাতিক বেতার: পূর্ব চীনের ছেচিয়াং প্রদেশে ই-কমার্সের জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্র খুলছে জায়ান্ট অনলাইন মার্কেট প্ল্যাটফর্ম অ্যামাজান। অ্যামাজান গ্লোবাল সেলিং সম্প্রতি জানিয়েছে প্রদেশের রাজধানী শহর হুয়াংছুতে এ কেন্দ্র খোলা হচ্ছে। চীনে স্থাপন করা এই প্রশিক্ষণ কেন্দ্রটি হতে যাচ্ছে সারা বিশ্বের মধ্যে এমন ভিন্ন ধরনের কোন কেন্দ্র। এখানে পণ্য পরিবেশক ও সরবরাহকারীদের নানা ধরনের প্রশিক্ষণ দেওয়া হবে।
বর্তমান সময় বাণিজ্যে যুক্ত হয়েছে তথ্য-প্রযুক্তির ব্যবহার, তেমনি বাজার ধরতে ও ধরে রাখতে কোম্পানিগুলোর মধ্যে চলে তীব্র প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় এগিয়ে থাকে তারাই যারা বাজার সম্পর্কে স্পষ্ট ধারনা রাখে। বিশেষ করে ক্রেতাদের আকর্ষণ, চাওয়া-পাওয়া, সহজে ক্রেতারে কাছে পৌছানো ও ক্রেতাদের মনোভাব বুঝতে পারার মধ্যেই থাকে ব্যবসায়ীক মুনাফার মূলমন্ত্র। এই প্রতিযোগিতায় এগিয়ে থাকতে দক্ষ জনশক্তির বিকল্প নেই।