চলতি বাণিজ্যের ২১তম পর্ব
চলতি বাণিজ্যের ২১তম পর্বে থাকছে:
১. উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াংয়ে শিল্পায়নের জোয়ার
২. চীনে ই-কমার্স প্রশিক্ষণ কেন্দ্র খুলছে অ্যামাজান
৩. চীনকে সঙ্গে নিয়ে চীনের বাজারে ব্যবসার কৌশল নিয়েছে মার্সিডিজ বেঞ্জ
উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াংয়ে শিল্পায়নের জোয়ার, বাড়ছে কর্মসংস্থান
সাজিদ রাজু, চীন আন্তর্জাতিক বেতার: মানুষের উপার্জন বাড়াতে এবার শিল্পায়নের দিকে নজর দিয়েছে চীনের উইগুর স্বায়ত্বশাসিত অঞ্চল সিনচিয়াং। এই অঞ্চলের ৪টি প্রিফেকচারের টেকসই উন্নয়ন ও মানুষের জীবনমান বাড়াতে শিক্ষা ও স্বাস্থ্যখাতের সঙ্গে সম্পৃক্ত প্রকল্প নেওয়া হচ্ছে। সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে তেল ও গ্যাস ক্ষেত্র, কয়লাক্ষেত্র এবং অন্যান্য শিল্পগুলোকে। সিনচিয়াং উন্নয়ন ও সংস্কার কমিশন বলছে, রেশম পথের সঙ্গে যুক্ত এলাকাগুলোতেই প্রাথমিকভাবে নজর দিচ্ছেন তারা। এসবখাতে সত্যিকারের উন্নয়ন নিশ্চিত করতে যেমন নেওয়া হচ্ছে পরিকল্পনা তেমনি গুরুত্ব দেওয়া হচ্ছে গবেষণালব্দ ফলাফলকেও।
শিল্প মানেই বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান, নতুন নতুন চাকরি। বিশেষ করে মানুষের কর্মসংস্থানের সঙ্গে সম্পর্কিত অর্থ উপার্জন। মানুষের উপার্জন বাড়ানোর পদক্ষেপ হিসেবে তাই শিল্প কারখানার সংখ্যা বাড়ানো ও উৎপাদনের মানোন্নয়ন করার উদ্যোগ নিয়েছে চীন সরকার।
হ্যাঁ, এমন কার্যক্রম শুরু হয়েছে চীনের দক্ষিণাঞ্চলীয় উইগুর স্বায়ত্বশাসিত অঞ্চল সিনচিয়াংয়ে। সেখানে চলছে বিদ্যমান কারখানার মান উন্নয়ন কার্যক্রম ও নতুন করে শিল্প স্থাপনের কাজ। এমনই একটি শিল্প সিনচিয়াং কাইলাইমু এগ্রিকালচারাল প্রোডাক্টস কোম্পানি লিমিটেড। এখানকার প্রধান কর্মকর্তা রোজ মেমেট জানান, স্থানীয় শিল্পের বিকাশে তাদের নেওয়া কার্যক্রম সম্প্রতি গতি পেয়েছে।
রোজ মেমেট, প্রধান, সিনচিয়াং কাইলাইমু এগ্রিকালচারাল প্রোডাক্টস কোম্পানি লিমিটেড