চীন ও চীনের বাইরের দুনিয়ার ‘ব্যবসা-অর্থনীতি-বানিজ্যের হালচাল নিয়ে সাপ্তাহিক অনুষ্ঠান‘চলতি বাণিজ্য’
চুক্তি অনুযায়ী, বিদ্যুৎকেন্দ্রের নকশা প্রণয়ন, কাঁচামাল সরবরাহ ও পরিবহন, বিভিন্ন যন্ত্রাংশ স্থাপন, কার্যক্রম চালু করা, বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া পরীক্ষা-নীরিক্ষা, প্রাথমিক উৎপাদন শুরু করার কাজ করছে তোংফ্যাং ইলেক্ট্রিক কর্পোরেশন –ডিইসি। পাশাপাশি পুরো বিদ্যুৎকেন্দ্রের ১৪ সেট উইন্ড টার্বাইন, ট্রান্সফরমার বক্স ও অন্যান্য আনুসঙ্গিক যন্ত্রপাতির ব্যবস্থাপনার কাজও করবে ডিইসি।
কোম্পানিটি বলছে, পুরো বিদ্যুৎকেন্দ্রের সবগুলো ইউনিটের এই রূপান্তর কাজ ইকুয়েডরের জাতীয় গ্রিডের বহুমুখীকরণ প্রক্রিয়াকেই উৎসাহিত করবে না বরং প্রথাগত বিদ্যুৎ উৎস থেকে বের হতেও সাহায্য করবে।
কোম্পানি প্রোফাইল:
বাজার ধরতে চীনে বিপুল বিনিয়োগ মার্সিডিজ বেঞ্জের
সাজিদ রাজু, চীন আন্তর্জাতিক বেতার: পরিবেশ বান্ধব শিল্প উৎপাদনের অংশ হিসেবে নতুন ধরনের জ্বালানী চালিত গাড়ি তৈরি উদ্যোগ নিয়েছে জার্মানি ভিত্তিক প্রতিষ্ঠান মার্সিডিজ বেঞ্জ। এরই অংশ হিসেবে চীনে বিপুল বিনিয়োগ নিয়ে আসছে কোম্পানিটি। বিশেষ করে ইলেক্ট্রিক গাড়ি, ডিজিটালাইজেশন এবং শূন্য কার্বন উৎপাদনকে বেশি গুরুত্ব দিচ্ছে কোম্পানিটি। আর পুরো প্রক্রিয়ায় থাকবে চীনা অংশীদারিত্ব। আমার তৈরি করা প্রতিবেদন জানাচ্ছেন নাজমুল হক রাইয়ান।
চীনের বাজার ধরতে বিশাল অঙ্কের বিনিয়োগ নিয়ে আসছে জার্মানির বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মার্সিডিজ বেঞ্জ। তবে বিনিয়োগ হবে চীনের একটি অংশীদারি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে।
সম্প্রতি চীনা গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন গ্রেটার চীনে কাজ করা মার্সিডিজ বেঞ্জ গ্রুপ এজি’র ব্যবস্থাপনা বোর্ডের সদস্য হুবার্টাস ট্রসকা। তিনি জানান, গবেষণা ও উন্নয়ন এবং শিল্প চেইনে বিনিয়োগে আগ্রহী মার্সিডিজ বেঞ্জ। বিশেষ করে ইলেক্ট্রিক গাড়ি তৈরি, ডিজিটালাইজেশন, শূন্য কার্বন উৎপাদন ব্যবস্থায় বেশি মনোযোগ দিতে চায় কোম্পানিটি। এর পাশাপাশি চীনের গ্রাহকদের জন্য আরো আরামদায়ক ও ভ্রমণবান্ধব গাড়ি উপহার দিতে চায় মার্সিডিজ।
মার্সিডিজ বেঞ্জের সবচেয়ে বড় বাজার ও উৎপাদন কেন্দ্র এই চীন। একইসঙ্গে বৈশ্বিক উৎপাদন চেইনের উন্নয়নে চীনের প্রযুক্তিগত উদ্ভাবন ভালো ভূমিকা পালন করছে বলেও জানান তিনি। বিশেষ করে দীর্ঘ মেয়াদে বৈশ্বিক বাজারের কৌশলগত নীতি নির্ধারণে চীনের বিনিয়োগ ও ব্যবসার পরিস্থিতি ভূমিকা পালন করে বলেও জানান এই শীর্ষ কর্মকর্তা।