চীন ও চীনের বাইরের দুনিয়ার ‘ব্যবসা-অর্থনীতি-বানিজ্যের হালচাল নিয়ে সাপ্তাহিক অনুষ্ঠান‘চলতি বাণিজ্য’
এদিকে, সংকটকাল অতিক্রমের পর এমন বাণিজ্যিক পরিস্থিতিকে সম্ভাবনার প্রতীক হিসেবে দেখছে স্থানীয় ছংলোউ বা বেল টাওয়ার স্ট্রিট কর্তৃপক্ষ। তাইইয়ান ছংলোউ স্ট্রিট সমন্বিত সেবাকেন্দ্রের পরিচালক জানান, ভবিষ্যতে পণ্যের গুণগত মান বাড়িয়ে এই মার্কেটকে আরো জমজমাট করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
ছ্যাং লুফাং, পরিচালক, তাইইয়ান ছংলোউ স্ট্রিট সমন্বিত সেবাকেন্দ্র
“দেশি ও বিদেশি আরও ভালো কিছু ব্র্যান্ডকে এখানে আনা হবে, তাদেরকে এখানে শো-রুম খোলার অনুমতি দেওয়া হবে। এর মাধ্যমে এই মার্কেটের ব্র্যান্ড ভ্যালু ও গুণগত মান আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের পরিকল্পনা আছে, ছংলুও সড়কের মার্কেটকে ফ্যাশন বিষয়ক পণ্যের ল্যান্ডমার্ক হিসেবে গড়ে তুলতে চাই।“
এদিকে, চীনের উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশ লিয়াওনিংয়ের অর্থনীতি চাঙ্গা হচ্ছে করোনা সংক্রমণ বিষয়ক বিধিনিষেধ তুলে দেওয়ার পর। বিশেষ করে শেনইয়াং শহরের রাতের অর্থনীতি বিকশিত হচ্ছে সময়ের সাথে সাথে।