চীন ও চীনের বাইরের দুনিয়ার ‘ব্যবসা-অর্থনীতি-বানিজ্যের হালচাল নিয়ে সাপ্তাহিক অনুষ্ঠান‘চলতি বাণিজ্য’
বর্তমানে পরিবেশবান্ধব নতুন জ্বালানী চালিত গাড়ি তৈরির দিকে ঝুঁকছে মার্সিডিজ বেঞ্জ। এ লক্ষ্যে ২০১৯ সালে হাতে নেওয়া হয়েছে ‘লক্ষ্য ২০৩৯’। এই পরিকল্পনার আওতায় ২০৩৯ সালের মধ্যে শূন্য কার্বন লক্ষ্যমাত্রা স্থির করেছে মার্সিডিজ। এরইমধ্যে গেল বছরের চেয়ে চলতি বছর ১৪৩ শতাংশ উৎপাদন বাড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছে কোম্পানিটি।