বাংলা

চীন ও চীনের বাইরের দুনিয়ার ‘ব্যবসা-অর্থনীতি-বানিজ্যের হালচাল নিয়ে সাপ্তাহিক অনুষ্ঠান‘চলতি বাণিজ্য’

CMGPublished: 2023-03-24 21:24:44
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চলতি বাণিজ্যের ১০ম পর্বে থাকছে:

১. ফিরছে অর্থনীতির গতি, জমজমাট বিভিন্ন প্রদেশের রাতের অর্থনীতি

২. ইকুয়েডরে বিদ্যুৎকেন্দ্রের বায়ুভিত্তিক রূপান্তর ঘটিয়েছে চীনা কোম্পানি ডিইসি

৩. বাজার ধরতে চীনে বিপুল বিনিয়োগ মার্সিডিজ বেঞ্জের

ফিরছে অর্থনীতির গতি, জমজমাট বিভিন্ন প্রদেশের রাতের অর্থনীতি

সাজিদ রাজু, চীন আন্তর্জাতিক বেতার: কোভিড-১৯ বিষয়ক নিয়ন্ত্রণ ব্যবস্থা তুলে নেওয়ার পর আবারো আগের রূপে ফিরছে চীনের বিভিন্ন শহর। আবারো জমতে শুরু করেছে রাতের বিভিন্ন বিনোদন আর এসব ঘিরে অর্থনৈতিক বিকাশ। বিশেষ করে চীনের শানসি ও লিয়াওনিং প্রদেশের কর্মসংস্থান, ক্রয় ক্ষমতার হার তরতর করে বাড়ছে সামাজিক সেবাভিত্তিক বিনোদন ও অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে।

ভায়োলিনের সুরে মেতেছে উত্তর চীনের শানসি প্রদেশের হাজার বছরের পুরনো শহর তাইইউয়ান।

মধ্যরাতেও রাস্তায় পর্যটক ও স্থানীয়দের ভিড়। দীর্ঘ দিন পর আবারো গল্প, আড্ডা আর গানে মাতোয়ারা যেন পুরো শহর।

বন্ধু, পরিবার কিংবা প্রিয়জনের সান্নিধ্যে উপভোগ করছেন রাতের সৌন্দর্য। যেন ঘুম নেই এ শহরের, শহরের বাসিন্দাদের। চোখ ধাঁধানো আলোকসজ্জা আর তার নান্দনিকতাকে কেউ সাক্ষী বানাচ্ছেন ছবি তুলে। কেউবা ঘুরছেন মন যেদিকে চায় সেদিকে।

স্থানীয়রা বলছেন, আবারো প্রিয় শহরে স্পষ্ট হয়ে ধরা দিচ্ছে পুরনো দিনের ধুলিপড়া স্মৃতিরা। তারা বলছেন, কোভিডের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর এমন মুক্ত আবহাওয়া তাদের আকর্ষণ করছে এক ভিন্ন মাত্রায়।

1234...全文 8 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn