বাংলা

চীন ও চীনের বাইরের দুনিয়ার ‘ব্যবসা-অর্থনীতি-বানিজ্যের হালচাল নিয়ে সাপ্তাহিক অনুষ্ঠান‘চলতি বাণিজ্য’

CMGPublished: 2023-03-24 21:24:44
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

“এখন আমরা অনেক গ্রাহক পাচ্ছি। বিশেষ করে ছুটির দিনে ফুল বিক্রি কয়েকগুণ বেড়ে যায়। এমনকি চলতি বছর চান্দ্র বর্ষের উৎসবের সময় যে পরিমাণ বিক্রি হয়েছে এখন তার চেয়েও দ্বিগুণ হয়েছে বলা যায়।“

হাজারো বছরের পুরণো সড়ক ধরে গড়ে ওঠা বাজার কেবল অর্থনৈতিক কেন্দ্রই নয়, স্থানীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার উপসঙ্গ যেন। আধুনিক সময়ে এসে ঐতিহ্যের সঙ্গে যোগ হয়েছে বাহারি উপভোগের সামগ্রি। ফলে পর্যটক বা স্থানীয় মানুষ, সবার কাছেই সমান জনপ্রিয় এই প্রাঙ্গন।

“এখানে এসে আমার খুবই ভালো লাগছে। জায়গাটা আলো ঝলমলে। আমার স্বামীকে আমি বলেছি, রাস্তার দোকানগুলো বেশ সাজানো গোছানো, আমি ভেতরটাও দেখতে চাই।“

首页上一页123456...全文 8 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn