চীন ও চীনের বাইরের দুনিয়ার ‘ব্যবসা-অর্থনীতি-বানিজ্যের হালচাল নিয়ে সাপ্তাহিক অনুষ্ঠান ‘চলতি বাণিজ্য’
জনাথন চোই কুনশুম, চেয়ারম্যান, চাইনিজ জেনারেল চেম্বার অব কমার্স, হংকং
“হাইনানের বন্দরে করের বিষয়ে যে নীতি পদক্ষেপ নেওয়া হয়েছে তার জন্য আমরা আনন্দিত। হাইনানের ব্যাপারে আমাদের আগ্রহ আছে। সেখানে আমরা বিনিয়োগ করতে চাই, বিশেষ করে নতুন উদ্যোগ শুরু ব্যাপারে কাজ করতে চাই।“
দক্ষিণাঞ্চলীয় এই প্রদশটির বন্দরে বাণিজ্য সুবিধা সৃষ্টি করতে গঠন করা হয়েছে ফ্রি ট্রেডের ব্যবস্থা। বিশেষ করে হাইনানের নির্মাণ খাত উন্মুক্ত করা হয়েছে হংকংয়ের জন্য। তাইতো হংকংয়ের সুউচ্চ ভবন তৈরি করার দক্ষতা ও জ্ঞান কাজে লাগানোর সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে, আমন্ত্রণ জানানো হচ্ছে হংকংয়ের মেধাবীদের।
ছেং ছিছি, উপ-পরিচালক, লিডিং গ্রুপ অফিস, সিংইং বে পোর্ট