বাংলা

চীন ও চীনের বাইরের দুনিয়ার ‘ব্যবসা-অর্থনীতি-বানিজ্যের হালচাল নিয়ে সাপ্তাহিক অনুষ্ঠান ‘চলতি বাণিজ্য’

CMGPublished: 2023-02-24 19:28:47
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনের খাদ্য ও পানীয় খাতের বিশ্লেষক ছু তানপেং কোকা-কোলার বিনিয়োগ ও বাজারজাতকরণ নীতি বিশ্লেষন করেছে বলেছেন, চলতি বছর কোকা-কোলা চীনের বাজারে প্রায় ঘুরে দাঁড়িয়েছে এবং গেল বছরের যে মন্দাভাব সেটা কেবলই ক্ষণস্থায়ী।

তিনি বলেন, বিশ্বব্যাপী কোকা-কোলার বাণিজ্য ৭ শতাংশ পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক ১৩ বিলিয়ন মার্কিন ডলারে। এসব বাণিজ্য থেকে কোকাকোলার ব্যবসায়ীক লাভ হয়েছে ২ বিলিয়ন মার্কিন ডলারের বেশি।

এদিকে ডিজিটাল মাধ্যমে চীনের ক্রেতাদের কাছাকাছি আসতে অনলাইনে প্রচারণা বাড়িয়েছে কোকা-কোলা। বিশেষ করে আলিবাবা ও জেডি’র মতো প্ল্যাটফর্ম ব্যবহার পণ্যের জনপ্রিয়তা আরো বাড়িয়ে দিয়েছে।

চীনের বাজার ধরার জন্য এখানে নতুন নেতৃত্ব নিয়ে এসেছে কোকা-কোলা। চলতি বছর জানুয়ারি মাসে বৃহত্তর চীন ও মঙ্গোলিয়া অঞ্চলের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয় গিলেস ল্যাকলার্ককে। তিনি এর আগে দ্য কোকা-কোলা কোম্পানির ম্যাকডোনাল্ডস ডিভিশনের প্রেসিডেন্ট ছিলেন।

首页上一页...2345 5

Share this story on

Messenger Pinterest LinkedIn