বাংলা

চীন ও চীনের বাইরের দুনিয়ার ‘ব্যবসা-অর্থনীতি-বানিজ্যের হালচাল নিয়ে সাপ্তাহিক অনুষ্ঠান ‘চলতি বাণিজ্য’

CMGPublished: 2023-02-24 19:28:47
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

পর্যটক

“কোভিড শুরু হওয়ার আগে আমরা হুয়াংক্যাং বন্দর ব্যবহার করতাম, কারণ এটা প্রতিদিন ২৪ ঘণ্টাই খোলা থাকতো। করোনার পর এটা আবারো খুলেছে, সবকিছুই স্বাভাবিক ও সহজ দেখছি। এখানকার কর্মীরাও খুব বন্ধুবৎসল, আমরা যা কিছু জানতে চেয়েছি তারা ব্যাখ্যা করেছে।“

এই যোগাযোগ কেবল ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ নেই। বরং বিনিয়োগ ও বাণিজ্যের দরজাও উন্মুক্ত করেছে নতুন করে। পণ্য আনা নেওয়া থেকে শুরু করে প্রতি দিনের লেনদেন চালু হয়েছে হংকংয়ের সঙ্গে। কাস্টমস কর্তৃপক্ষ বলছে, হংকং কিংবা মূল ভূ-খণ্ডের কোন ব্যক্তির ভ্রমণের ব্যাপারে কোন নিষেধাজ্ঞা নেই, উৎসাহিত করা হচ্ছে গ্রুপ ভ্রমণকেও।

এদিকে, দীর্ঘ দিনের যোগাযোগ ও বাণিজ্য ঘাটতি পুষিয়ে নিতে হংকংয়ের সঙ্গে সহযোগিতা আরো বাড়ানোর কার্যক্রম হাতে নিয়েছে চীনের টেকহাব হিসেবে পরিচিত হাইনান প্রদেশ। হংকংয়ের ব্যবসায়ী নেতারা বলছেন, হাইনানে বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে চান তারা।

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn