চীন ও চীনের বাইরের দুনিয়ার ‘ব্যবসা-অর্থনীতি-বানিজ্যের হালচাল নিয়ে সাপ্তাহিক অনুষ্ঠান ‘চলতি বাণিজ্য’
চলতি বাণিজ্যের ৬ষ্ঠ পর্বে যা থাকছে:
১. হংকংয়ের বিনিয়োগ চায় কুয়াংতোং ও হাইনান, খুলেছে সব বন্দর
২. মার্কিন গাড়ি নির্মাতা ফোর্ডকে প্রযুক্তি সহায়তা দিচ্ছে চীনা কোম্পানি সিএটিএল
৩. চীনা বাজার ধরতে মরিয়া কোকা-কোলা
হংকংয়ের বিনিয়োগ চায় কুয়াংতোং ও হাইনান, খুলেছে সব বন্দর
সাজিদ রাজু, চীন আন্তর্জাতিক বেতার: আকাশ ছোঁয়া ভবন আর চাকচিক্যের শহর হংকং। এখানকার তরুণরা যেমন দক্ষ ও মেধাবী, তেমনি হংকংয়ের বাণিজ্য ও বিনিয়োগ সক্ষমতাও ব্যাপক। এসব সুযোগ কাজে লাগাতে করোনা সংক্রমণ কমার পরপরই হংকংয়ের সঙ্গে খুলে দেওয়া হচ্ছে চীনের মূল ভূ-খণ্ডের সব প্রবেশ পথ। এমনই মাতৃভূমির সঙ্গে যোগাযোগের সবগুলো বন্দরও খুলে দেওয়া হচ্ছে। বিশেষ করে চীনের কুয়াংতোং ও হাইনানের সঙ্গে হংকংয়ের বাণিজ্য ও বিনিয়োগ পাচ্ছে ভিন্ন মাত্রা।
চীনের সঙ্গে পুরো বিশ্বের যোগাযোগের দ রজা বলা হয় হংকংকে। কিন্তু করোনা মহামারির ফলে দীর্ঘ সময় বিশেষ ব্যবস্থায় সীমিত পরিসরে এই অঞ্চলের সঙ্গে যোগাযোগ ছিলো চীনের। এবার খুললো সেই অচলায়তন।
দীর্ঘ ৩ বছর পর চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের সঙ্গে মূল ভূ-খণ্ডের আবারো পুরোদমে চালু হলো যোগাযোগ। খুললো চীনের সবগুলো বন্দর। বিশেষ করে প্রযুক্তি হাব বলে পরিচিত কুয়াংতোং প্রদেশের শেনছেন শহরের সঙ্গে হংকংয়ের সবগুলো যোগাযোগ গেট খুলে দেওয়া হয়েছে সম্প্রতি।
এরইমধ্যে পর্যটক, শিক্ষার্থী ও ব্যবসায়ীসহ বিভিন্ন পর্যায়ের মানুষ চীন ও হংকংয়ের মধ্যে যাতায়াত শুরু করেছেন। অনেকে যাচ্ছেন অন্য পাড়ে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে। এমনই একজন ভ্রমণকারী বলছিলেন নিজের অনুভূতির কথা।