চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-৫৩
চীনা চান্দ্র নববর্ষ উদযাপনে ইউএইতে ড্রাগন নৃত্য
আসন্ন চীনা চন্দ্র নববর্ষ উদযাপন উপলক্ষ্যে আরব আমিরাতের আবুধাবিতে শত শত বিদেশী চীনা ড্রাগন নৃত্য পরিবেশন করে এবং চীনা গান গায়।
শনিবার ল্যুভর আবুধাবির সামনের চত্বরে, পারফর্মাররা দুটি ১৮-মিটার লম্বা ড্রাগনের প্রতিকৃতি নিয়ে ড্রাগননৃত্য প্রদর্শন করে।
নাচের পরে, অংশগ্রহণকারীরা মাতৃভূমির প্রতি তাদের শুভেচ্ছা জানাতে কিছু দেশাত্মবোধক গানও গান যা পর্যটক এবং স্থানীয়দের আকৃষ্ট করে।
ল্যুভর আবু ধাবির পরিচালক ম্যানুয়েল রাবেতে এবং অন্যান্য অনেক দর্শককে বসন্ত উৎসবের পংক্তিগুলো কীভাবে লিখতে হয় সে অভিজ্ঞতা লাভের জন্য আমন্ত্রণ জানানো হয়।
২. ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চীনের সিনেমা
বাংলাদেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক চলচ্চিত্র ধারার সঙ্গে পরিচয় করিয়ে দিতে রাজধানী ঢাকায় আয়োজন করা হয় ২২তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বাংলাদেশ ও চীনসহ ৭৪টি দেশের ২৫২টি সিনেমা নিয়ে শুরু হয় এ আয়োজন।
তবে এবারের উৎসবে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হয় ‘ওয়াইড অ্যাঙ্গেল’ সেকশনটিকে। আর এই সেকশনের আওতায় ১৬টি চীনা চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে।