চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-৫৩
‘ঢাকায় আমি এবারই প্রথম আসলাম। আমি ঢাকার বেশ কিছু স্থান ও স্থাপনা ঘুরে দেখেছি। দুই দেশের মানুষ একে অপরকে জানার জন্য বোঝার জন্য চলচ্চিত্র একটি ভালো মাধ্যম। এ কারণে আমরা এখানে এসেছি। আমি একটি মাস্টারক্লাস নিবো আজকে। সেখানে আমি চীনে কীভাবে চলচ্চিত্র মার্কেটিং করা হয়, তৈরি করা হয় বা চীন কীভাবে তরুণ নির্মাতাদের সহায়তা করছে এসব বিষয় থাকবে।’
এবারের ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সহযোগিতা করছে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস এবং শাংহাই ফিল্ম এসোসিয়েশন।
নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’- এই প্রতিপাদ্যে গেল শনিবার ঢাকায় শুরু হয় ৯ দিনব্যাপী এই উৎসব।
প্রতিবেদন: শুভ আনোয়ার/সম্পাদনা: রওজায়ে জাবিদা ঐশী।
----------------------------------------------------------------------
প্রযোজনা ও উপস্থাপনা: মাহমুদ হাশিম
অডিও সম্পাদনা: হোসনে মোবারক সৌরভ
সার্বিক তত্ত্বাবধানে: ইউ কুয়াং ইউয়ে আনন্দী।