বাংলা

চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-৫৩

CMGPublished: 2024-01-27 16:49:47
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

১. সংস্কৃতি সপ্তাহ

শাংহাইয়ে বসন্ত উৎসব উপলক্ষ্যে বর্ণাঢ্য লণ্ঠন মেলা

আসন্ন বসন্ত উৎসব বা চীনা চান্দ্র নববর্ষ উদযাপিত হবে এ বছরের ১০ ফেব্রুয়ারি। এ উপলক্ষ্যে চীনের শাংহাই মহানগরীর ইয়ুইয়ুয়ান গার্ডেন সেজেছে আলোর সাজে। সেখানে চলছে বর্ণাঢ্য লণ্ঠন প্রদর্শনী।

বসন্ত উৎসব উদযাপনের একটি প্রধান ইভেন্ট হলো শাংহাইয়ের ইয়ুইয়ুয়ান গার্ডেনের এই ল্যান্টার্ন ফেয়ার। বিচিত্র সব আকার ও রঙে চাইনিজ লণ্ঠন প্রদর্শন করা হচ্ছে মেলায়।

এ বছরের মেলার প্রতিপাদ্য বেছে নেয়া হয়েছে প্রাচীন চীনা গ্রন্থ শানহাইচিং থেকে। এই বইতে পাহাড়, সাগর এবং বিচিত্র সব প্রাণীর বর্ণনা রয়েছে যার অনেকগুলো পৌরাণিক কাহিনীভিত্তিক।

1234...全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn