চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-৫৩
এই প্রদর্শনীতে ড্রাগন প্রতীকেও অনেক লণ্ঠন বানানো হয়েছে কারণ এ বছরটি ড্রাগন বর্ষ।
শায়ানসিতে চীনা চান্দ্র নববর্ষকে স্বাগত জানাতে বিশেষ পেপার কাটিং
উত্তর-পশ্চিম চীনের শায়ানসি প্রদেশের ইয়ান’আন শহরের স্থানীয়রা আসন্ন চীনা চান্দ্র নববর্ষকে স্বাগত জানাচ্ছে লোং বা চীনা ড্রাগনের প্রতিকৃতি ও বৈশিষ্ট-সম্পন্ন বিশেষ পেপার কাটিং দিয়ে।
পেপার কাটিং, চীনে উৎসবের সময় সবচেয়ে জনপ্রিয় সাজসজ্জার হস্তশিল্প যা দেশটির অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান করে নিয়েছে।
লুচুয়ান কাউন্টির স্থানীয় বাসিন্দা উ ইয়ুছিন এই ধরনের শিল্প-কৌশলের উত্তরাধিকারী। এ বছর, তিনি ড্রাগনের থিমের উপর শুভ অর্থসহ বিভিন্ন কারুকাজ করা কাগজের কাটিং প্রস্তুত করেছেন। এ গুলোর মধ্যে রয়েছে, আকাশে উড়ন্ত ড্রাগন, ‘মুক্তা নিয়ে খেলায় রত দুই ড্রাগন’ ইত্যাদি।
উ-এর কাজ, সহজ অথচ এর প্রাণবন্ত শৈলী এবং সূক্ষ্ম কারুকাজ কাউন্টির অনেক পেপার কাটিং-প্রেমিককে তার সৃষ্টি থেকে শিখতে আকৃষ্ট করেছে। লোকশিল্পের মাধ্যমে নতুন বছরের শুভেচ্ছা জানাতে তারা নিজেদের উদ্ভাবিত কিছু পেপার কাটিং শিল্পকর্ম তৈরি করেছেন।