বাংলা

মানুষ ও প্রকৃতি ২৪

CMGPublished: 2024-11-24 14:37:18
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এছাড়াও, প্রকল্পটি বালিকে স্থিতিশীল করার জন্য বিশেষভাবে গাছ লাগানোর প্রবর্তন করেছে। বালি সরানোর সমস্যা সমাধানের জন্য কৃষিকাজ করা হচ্ছে যাতে উদ্ভিদের শিকড় মাটিকে শক্ত করে ধরে রাখে।

কৃষি প্রযুক্তিবিদরা ব্যাপকভাবে ফসলের পানি খরচ এবং প্রতি ইউনিট এলাকায় আউটপুটের অর্থনৈতিক মূল্য গণনা করেছেন। এখানে আলফা আলফা গাছ লাগানো হয়েছে। সবুজ করে তোলা হয়েছে অনেকটা জমি। আলফা আলফা গাছ গবাদি পশু ও ভেড়ার জন্য খাদ্য হিসেবে ব্যবহার করা যায়। পরিবেশও উন্নত হয়। বাড়ে সবুজ আচ্ছাদন।

ফোটোভোলটাইক প্যানেল একই সময়ে জল বাষ্পীভবন কমাতে গাছপালার জন্য ছায়া প্রদান করবে।

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn