মানুষ ও প্রকৃতি ২৪
চাইনিজ প্যাংগোলিনের বৈজ্ঞানিক নাম মানিস পেনটাডাকটাইলা। বাংলায় একে চায়না বনরুই নামে ডাকা হয়। এই প্রজাতির প্রাণী চীনের সিছুয়ান, ইয়ুননান, হাইনান, কুয়াংসিচুয়াং, কুয়ানতোং, হুনান, ছোংছিং, ফুচিয়ান, চিয়াংসি, চ্যচিয়াং, আনহুই প্রদেশের পাহাড়ি অরণ্যে এদের দেখা মেলে। দক্ষিণ নেপাল, উত্তর ভারত , ভুটান, বাংলাদেশ, মায়ানমারেও এদের বসবাস রয়েছে।
চাইনিজ প্যাংগোলিন স্তন্যপায়ী প্রাণী। দেহ গোলাকার ও মাংসল। মাথা ছোট ও সূচালো। মুখ খুব সরু। মাথাসহ দেহের দৈর্ঘ্য ৪৮ থেকে ৫৮ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। লেজ ২৬ থেকে ৪০ সেমি পর্যন্ট দীর্ঘ এবং ওজন ২ থেকে ৯ কেজি পর্যন্ত।
আশযুক্ত স্তন্যপায়ী প্রাণীদের শেষ জীবন্ত প্রজাতি হলো প্যাংগোলিন। ৫০ মিলিয়ন বছর আগে পৃথিবীতে আঁশযুক্ত যে বিশাল স্তন্যপায়ী প্রাণীরা ঘুরে বেড়াতো তাদেরই শেষ বংশধর এই ছোট আকারের প্রাণী।