মানুষ ও প্রকৃতি ২৪
পরিবেশবান্ধব এই প্রকল্পটি একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদন, বালি নিয়ন্ত্রণ এবং কৃষি উন্নয়নের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে একের ভিতর তিন সমাধান দিচ্ছে।
ঊষর মরুকে করে তুলছে সবুজ।
প্রতিবেদন : শান্তা মারিয়া
সম্পাদনা: আফরিন মিম
আমাদের প্রিয় এই বিশ্বকে বাসযোগ্য করে গড়ে তুলতে প্রত্যেকের রয়েছে কিছু ভূমিকা। আসুন জীববৈচিত্র্য রক্ষায় এগিয়ে আসি।
উত্তর গোলার্ধের বিভিন্ন স্থানে এখখন শীতকাল শুরু হয়েছে। একটু উষ্ণতার খোঁজে শীতল ভূমি থেকে দক্ষিণে উড়ে আসা পারিযায়ী পাখিদের নিরাপত্তা নিশ্চিত করি।
এই আহ্বান জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি শান্তা মারিয়া। আগামি সপ্তাহে আবার কথা হবে। চাই চিয়েন।
সার্বিক সম্পাদনা : ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী
লেখা, গ্রন্থনা ও উপস্থাপনা: শান্তা মারিয়া
অডিও পরিকল্পনা ও সম্পাদনা: হোসনে মোবারক সৌরভ