মানুষ ও প্রকৃতি ২৪
যা রয়েছে এবারের পর্বে
১. আজব প্রাণী চাইনিজ প্যাংগোলিন
২. সবুজ হচ্ছে ঊষর মরু
নিবিড় সবুজ অরণ্য। পাখির ডানা মেলার শব্দ। নীল আকাশ। দূষণহীন সমুদ্র। আমাদের নীল গ্রহকে আমরা এমনভাবেই দেখতে চাই ।পরিবেশ ও প্রতিবেশের উন্নয়নের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব সেই নির্মল প্রকৃতি ও জীববৈচিত্র্য।
মানুষ ও প্রকৃতি অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। বিশাল দেশ চীনের রয়েছে সমৃদ্ধ জীববৈচিত্র্য। পরিবেশ, বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য সুরক্ষায় নিরলস প্রচেষ্টার ফলে চীনে জীববৈচিত্র্য যেমন বাড়ছে তেমনি উন্নত হচ্ছে পরিবেশ ও বাস্তুতন্ত্র। আমাদের অনুষ্ঠানে আমরা চীনসহ পুরো বিশ্বের পরিবেশ, জীববৈচিত্র্য, বাস্তুতন্ত্র নিয়ে কথা বলবো।
চাইনিজ প্যাংগোলিন
আজব এক প্রাণী। পিপড়া তার প্রিয় খাদ্য। সারা শরীর শক্ত আঁশে ঢাকা। নাম চাইনিজ প্যাংগোলিন। বাংলায় একে চায়না বনরুই নামেও ডাকা হয়। প্রকৃতির এক অনন্য সন্তান এই প্রাণী বিষয়ে চলুন শুনি একটি বিশেষ প্রতিবেদন।
পাহাড়ি অরণ্য। রাতের অন্ধকারে জেগে উঠেছে নিশাচর প্রাণীরা। ঘন ঝোঁপের মধ্যে চলাফেরা করছে একটি ছোট আকারের প্রাণী। ইনফ্রা রেড ক্যামেরায় ধরা পড়েছে তার ছবি। কি প্রাণী এটি? এর নাম চাইনিজ প্যাংগোলিন। ক্রিটিকালি এনডেজারড বা মহাবিপন্ন প্রজাতির প্রাণী।
চীনের কুয়ানতোং প্রদেশের শেনচেন পৌর এরাকার মধ্যে উথোং মাউন্টেন। এই পাহাড়ি অরণ্যে চলতি বছরের এপ্রিল মাসে লুওহু ব্যুরো অব ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টের কর্মীরা ইনফ্রা রেড ক্যামেরা স্থাপন করেন।
সেপ্টেম্বর মাসে সেই ক্যামেরার ডেটা পরীক্ষা করে দেখা যায় চাইনিজ প্যাংগোলিনের ছবি। লুওহু জেলায় ত্রিশ বছরের মধ্যে এই প্রথম বন্য অবস্থায় ইনফ্রা রেড ক্যামেরায় এই মহাবিপন্ন প্রজাতির প্রাণীটির ছবি তোলা সম্ভব হলো।