মানুষ ও প্রকৃতি পর্ব ২
মুক্তির পরিকল্পনার পর হাইছাং প্রাণী সংরক্ষণ কেন্দ্র তিমির জন্য একটি বিশেষ ধরনের জলের ট্যাংক তৈরি করে, পরিবহনের জন্য বিশেষ ধরনের যান এবং জাহাজের খোঁজ করে। এর অবস্থা ট্র্যাক এবং নিরীক্ষণ করতে, বিজ্ঞানীরা এর পিছনে একটি ডিভাইস সংযুক্ত করেছেন। বেশ কয়েকবার মহড়ার পর হাইথাংকে খোলা সমুদ্রে ছেড়ে দেয়া হয়।
পু বিংমেই বলেন "আমি নিশ্চিত যে হাইথাং তার বাড়ি খুঁজে পাবে এবং সমুদ্রে স্বাস্থ্যকরভাবে বসবাস করতে পারবে।’
হাইথাং এখন সুনীল সাগরে গড়ে নিয়েছে তার নিজস্ব নীড়।
চীনের ৭ বছরের জীববৈচিত্র্য সংরক্ষণ পরিকল্পনায় যা থাকছে
জীববৈচিত্র্য সংরক্ষণে চীন আগামি ৭ বছরের জন্য পরিকল্পনা প্রণয়ন করেছে ।
৭টি প্রধান লক্ষ্য এবং ২৮টি প্রকল্প নিয়ে চীন একটি সাত বছরের জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মসূচি চালু করবে। সম্প্রতি এমনটা জানিয়েছে চীনের প্রতিবেশ ও পরিবেশ মন্ত্রণালয়।
এ কর্মসূচিতে থাকছে গুরুত্বপূর্ণ এলাকায় জরিপ, কিছু প্রজাতিকে অগ্রাধিকার দেওয়া এবং গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্যের জেনেটিক তথ্য সংগ্রহ করা।
দক্ষিণ চীনের হাইনান প্রদেশের উচিশান শহরে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
চীন আগামী দশকে একটি সম্পূর্ণ জাতীয় বোটানিক্যাল গার্ডেন ব্যবস্থা প্রতিষ্ঠা করতেও প্রতিশ্রুতিবদ্ধ বলে ওই কর্মসূচিতে বলা হয়।
এই বছর চীন গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকাগুলোয় প্রাথমিক জরিপ পরিচালনা করবে। তাতে বিভিন্ন উদ্ভিদের বৃদ্ধি, বন্য প্রাণীর প্রজনন, ইকোসিস্টেমের বণ্টন এবং ইয়েলো রিভারের উৎসমুখে মানুষের কার্যক্রমের প্রভাব মূল্যায়ন করা হবে।