মানুষ ও প্রকৃতি পর্ব ২
অলাভজনক সংস্থা ব্লু রিবন ওশেন কনজারভেশন অ্যাসোসিয়েশন (বিআরওসিএ) এর সেক্রেটারি জেনারেল পু বিংমেই বলেন, ‘এই প্রথম চীনে কোনো শর্টফিনড পাইলট তিমিকে সফলভাবে উদ্ধার ও অবমুক্ত করা সম্ভব হলো।’
এই ঘটনাটি সামুদ্রিক প্রাণীদের উদ্ধার, অবমুক্তকরণ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। পু জানান, প্রথমদিকে হাইথাং এত দুর্বল ছিল যে তার জলে ডুবে মৃত্যুর আশংকা ছিল। একশ জনেরও বেশি স্বেচ্ছাসেবক তার দেখাশোনা করেন। একবার ভয় ও মানসিক উদ্বেগ থেকে হাইথাং একজন স্বেচ্ছাসেবককে আক্রমণও করে বসে।এরপরও স্বেচ্ছাসেবকরা তার যত্নে ত্রুটি ঘটতে দেননি।
প্রাণী চিকিৎসক সিয়ং ছুনলিন জানান ‘১৪৫ দিনে হাইথাং ৩.৬ মিটার থেকে বেড়ে ৩.৭ মিটার হয়েছে । তার বুকের মাপ ১.৯ মিটার থেকে প্রসারিত হয়ে ২ মিটার হয়েছে।’ ৭ মে বিশেষজ্ঞরা একমত হন যে হাইথাংকে সমুদ্রের জলে অবমুক্ত করা যাবে এবং সে বন্য অবস্থায় টিকে থাকতে পারবে।