মানুষ ও প্রকৃতি পর্ব ২
কী থাকছে এবারের পর্বে
১. হাইথাং ফিরে গেল সাগরের জলে
২. চীনের ৭ বছরের জীববৈচিত্র্য সংরক্ষণ পরিকল্পনায় যা থাকছে
৩. প্রকৃতি সংবাদ : বিরল প্রজাতির প্রাণী আনজি স্যালামান্ডার
নিবিড় সবুজ অরণ্য। পাখির ডানা মেলার শব্দ। নীল আকাশ। দূষণহীন সমুদ্র। আমাদের নীল গ্রহকে আমরা এমনভাবেই দেখতে চাই ।পরিবেশ ও প্রতিবেশের উন্নয়নের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব সেই নির্মল প্রকৃতি ও জীববৈচিত্র্য।
সুপ্রিয় শ্রোতা মানুষ ও প্রকৃতি অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। বিশাল দেশ চীনের রয়েছে সমৃদ্ধ জীববৈচিত্র্য। পরিবেশ, বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য সুরক্ষায় নিরলস প্রচেষ্টার ফলে চীনে জীববৈচিত্র্য যেমন বাড়ছে তেমনি উন্নত হচ্ছে পরিবেশ ও বাস্তুতন্ত্র। আমাদের অনুষ্ঠানে আমরা চীনসহ পুরো বিশ্বের পরিবেশ, জীববৈচিত্র্য, বাস্তুতন্ত্র নিয়ে কথা বলবো।
হাইথাং ফিরে গেল সাগরের জলে
নীল সমুদ্রে মুক্ত স্বাধীনভাবে ঘুরে বেড়ানো এক তিমি। নাম তার হাইথাং। একদিন ভীষণ বিপদে পড়ে সে। আহত হয়, আটকে পড়ে সাগর সৈকতে। কিভাবে বিপদ থেকে উদ্ধার পেল হাইথাং, ফিরে যেতে পারলো কি তার চিরচেনা পরিবেশে? শুনবো প্রতিবেদনে।
সুনীল সাগর। এক ঝলকে সাগরের বুকে ঝাঁপিয়ে পড়লো তিমিমাছ হাইথাং। সে ফিরে গেলো তার সুনীল আবাসে। দক্ষিণ চীনের দ্বীপ প্রদেশ হাইনানের একটি বৈজ্ঞানিক গবেষণামূলক জাহাজ থেকে রোববার অবমুক্ত করা হয় শর্ট ফিনড পাইলট হোয়েল (খাটো ডানা পাইলট তিমি) হাইথাংকে। ৩ জানুয়ারি পুরুষ তিমি হাইথাংকে আহত ও আটকে পড়া অবস্থায় সানইয়া শহরের হাইথাং উপসাগর থেকে উদ্ধার করা হয়। ১৪৫ দিন তাকে হাইছাং প্রাণী সংরক্ষণ কেন্দ্রে চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা হয় এবং তার নামকরণও করা হয়।