বাংলা

দেহঘড়ি পর্ব-৮১

CMGPublished: 2022-08-05 19:26:48
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

তিনি আরও বলেন, "কয়েকটি দিক থেকে এই অস্ত্রপচারকে আমাদের সময়ের সবচেয়ে কঠিন অস্ত্রপচার বলে মনে করা হয় এবং ভার্চুয়াল রিয়েলিটি সত্যিই মঙ্গল গ্রহে মানুষ বাস করার মতো অত্যাশ্চর্যজনক ব্যাপার।”

জিলানি বলেন, ২৭ ঘন্টার অপারেশনের পর তিনি পুরো বিধ্বস্ত হয়ে গিয়েছিলেন। ওই সময় তিনি খাবার ও পানি পানের জন্য মাত্র চার বার ১৫ মিনিট করে বিরতি নিয়েছিলেন। তবে পরে খুশিতে পরিবারের আত্মহারা অবস্থা দেখতে পাওয়া তার জন্য ‘বিস্ময়কর’ ছিল।

তিনি জানান, বিযুক্ত হওয়ার পর অন্যান্য সব কনজয়েন্ড যমজের মতো বার্নার্ডো ও আর্থারের রক্তচাপ ও হৃদস্পন্দন ৪ দিন ধরে মাত্রারিক্ত ছিল, যতক্ষণ না তাদের আবার কাছাকাছি আনা হয় এবং একে অপরের হাত স্পর্শ করে। যমজরা হাসপাতালে ভালো হয়ে উঠছে এবং আগামী ছয় মাস ধরে তাদের পুনর্বাসনে সহায়তা দেওয়া হবে।

জেমিনি আনটুইন্ডের সাথে ডাক্তার জিলানির এটি ছিল ষষ্ঠ এ ধরনের অপারেশন। এর আগে পাকিস্তান, সুদান, ইসরায়েল ও তুরস্কের যমজ সন্তানদের উপর অপারেশন চালান তিনি।

তিনি ব্রাজিলের ইনস্টিটিউট এস্টাডুয়াল ডো সেরেব্রো পাওলো নিয়েমেয়ারের পেডিয়াট্রিক সার্জারির প্রধান ডাক্তার গ্যাব্রিয়েল মুফারেজের সাথে এই অপারেশনের নেতৃত্ব দেন।

ডাক্তার মুফারেজ বলেন, যে হাসপাতালে তিনি কাজ করেন সেটি আড়াই বছর ধরে এ বাচ্চাদের যত্ন নিচ্ছে এবং তাদের পৃথক হওয়া হবে "জীবন পরিবর্তনকারী"।

তিনি বলেন, "বাচ্চাদের মা-বাবা আড়াই বছর আগে আমাদের সাহায্যের জন্য ররাইমা অঞ্চলে তাদের বাড়ি থেকে রিওতে এসেছিলেন। তারা এখানে হাসপাতালে আমাদের পরিবারের অংশ হয়ে উঠেছে। অস্ত্রোপচার অত্যন্ত ভাল হয়েছে বলে আমরা খুব আনন্দিত।"

প্রায় চার বছর বয়সী বার্নাডো ও আর্থার এখন পর্যন্ত সবচেয়ে বয়স্ক ক্র্যানিওপাগাস অর্থাৎ মস্তিস্কে একে অপরের সঙ্গে যুক্ত থাকা যমজ যাদেরকে আলাদা করা হলো।

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn